পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮০. (সহীহ্) ইবনু ওমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা খুতবা দিচ্ছিলেন। এমন সময় তিনি মসজিদের সামনের দিকে কফ বা থুথু দেখতে পেলেন। তখন মানুষের উপর তিনি রাগম্বিত হয়ে উঠলেন। অতঃপর নিজেই উহা ঘষে উঠিয়ে দিলেন। তারপর জাফরান আনতে বললেন, এবং উক্ত স্থানে তা লাগিয়ে দিলেন। বললেনঃ ’’তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন মহান ও পরাত্রুমশালী আল্লাহ তার চেহারার সম্মুখে থাকেন। সুতরাং সে যেন তার সম্মুখ দিকে থুথু নিক্ষেপ না করে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৪০৬, মুসলিম ৫৪৭ ও আবু দাউদ ৪৭৯। হাদীছটির বাক্য আবু দাউদ থেকে গৃহীত।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح)وَ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمًا إِذْ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَتَغَيَّظَ عَلَى النَّاسِ ثُمَّ حَكَّهَا قَالَ وَأَحْسَبُهُ قَالَ فَدَعَا بِزَعْفَرَانٍ فَلَطَّخَهُ بِهِ وَقَالَ إِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِ أَحَدِكُمْ إِذَا صَلَّى فَلَا يَبْزُقْ بَيْنَ يَدَيْهِ
. رواه البخاري ومسلم وأبو داود واللفظ له
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮১. (সহীহ্) ইবনু মাজাহ্ কাসেম বিন মেহরানের বরাতে (তিনি মাজহুল বা অজ্ঞাত রাবী[1]) আবু রাফে থেকে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন। (আবু হুরায়রা বলেন,) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একবার মসজিদের সম্মুখভাগে কফ দেখতে পেলেন। তখন মানুষের সামনে আসলেন, অতঃপর বললেনঃ
’’কি ব্যাপার! তোমাদের কোন ব্যাক্তি তার পালনকর্তার সম্মুখে দন্ডায়মান হয়, অতঃপর তার সম্মুখে থুথু নিক্ষেপ করে? এ ব্যাক্তি কি পছন্দ করে যে, তার সম্মুখে এসে তার চেহারায় থুথু নিক্ষেপ করা হোক? কারো যদি থুথু ফেলার দরকার হয়, সে যেন তার বাম দিকে থুথু নিক্ষেপ করে অথবা এইভাবে নিজের কাপড়ে থুথু ফেলে।’’
বর্ণনাকারী বলেনঃ ইসমাঈল বিন উলাইয়া আমাকে দেখাতে গিয়ে নিজের কাপড়ে থুথু নিক্ষেপ করলেন অতঃপর তা ঘষে দিলেন। (ইবনে মাজাহ ১০২২)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وروى اِبْنُ ماجه عَنْ الْقَاسِمِ بْنِ مِهْرَانَ وهو مجهول عَنْ أَبِي رَافِعٍ عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَأَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ مَا بَالُ أَحَدِكُمْ يَقُومُ مُسْتَقْبِلَ رَبِّهِ فَيَتَنَخَّعُ أَمَامَهُ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يُسْتَقْبَلَ فَيُتَنَخَّعَ فِي وَجْهِهِ إِذَا بصق أحدكم فليبصق عن شماله أو ليتفل هكذا في ثوبه ثم أراني إسماعيل - يعني ابن علية - يبصق في ثوبه ثم يدلكه.
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮২. (হাসান সহীহ্) আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, হলুদ বর্ণের খেজুরের ডাল হাতে নিয়ে থাকা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর খুব পছন্দনীয় ছিল। একদিন তিনি এরুপ একটি ডাল হাতে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। এমন সময় তিনি মসজিদের সম্মুখভাগে কিছু থুথু দেখতে পেলেন। তিনি উহা ঘষে পরিস্কার করে দিলেন। অতঃপর রাগম্বিত হয়ে মানুষের সম্মুখে এসে বললেনঃ
’’তোমাদের কেউ কি পছন্দ করে যে, কোন ব্যাক্তি সম্মুখে এসে তার চেহারায় থুথু নিক্ষেপ করে দিক? তোমাদের কেউ যখন সালাতে দন্ডায়মান হয়, তখন সে তো তার প্রভুর সম্মুখে দন্ডায়মান হয়। আর ফেরেশতা থাকে তার ডান দিকে। সুতরাং সম্মুখে এবং ডান দিকে সে যেন থুথু নিক্ষেপ না করে.।’’
(হাদীছটি বর্ণনা করেছেন ইবনু খুযায়মাহ্ তাঁর [সহীহ্] গ্রন্থে ৯২৬)[1]
ইবনু খুযায়মাহর অপর রেওয়ায়াতে আগের মতই বর্ণনা এসেছে। তাতে বলা হয়ঃ
فإن الله عز وجل بين أيديكم في صلاتكم فلا توجهوا شيئا من الأذى بين أيديكم
’’সালাতের সময় মহান ও পরাত্রুমশালী আল্লাহ তোমাদের সম্মুখে থাকেন। অতএব কোন খারাপ জিনিস সামনের দিকে নিক্ষেপ করবে না....।’’
(ইবনু খুযায়মাহ্ এ হাদীছের উপর একটি অনুচ্ছেদ রচনা করেছেনঃ [অনুচ্ছেদঃ নামাযের ক্বিবলার দিকে খারাপ বস্ত্ত বলতে যা বুঝায় তার সবই নিক্ষেপের প্রতি সতর্কীকরণঃ])
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وَ عَنْ أبِيْ سَعِيْدٍ الْخُدِرِيْ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ الْعَرَاجِينُ أَنْ يُمْسِكَهَا بِيَدِهِ ، فَدَخَلَ الْمَسْجِدَ ذَاتَ يَوْمٍ ، وَفِي يَدِهِ وَاحِدٌ مِنْهَا ، فَرَأَى نُخَامَاتٍ فِي قِبْلَةٍ الْمَسْجِدِ ، فَحَتَّهُنَّ حَتَّى أَنْقَاهُنَّ ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا ، فَقَالَ : أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَسْتَقْبِلَهُ رَجُلٌ ، فَيَبْصُقَ فِي وَجْهِهِ ؟ إِنَّ أَحَدُكُمْ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ ، فَلاَ يَبْصُقْ بَيْنَ يَدَيْهِ ، وَلاَ عَنْ يَمِينِهِ". رواه ابن خزيمة في صحيحه
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৩. (সহীহ্) জাবের বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদা আমাদের মসজিদে আসলেন। সে সময় তাঁর হাতে ঊরজূন (খেজুর গাছের একটি ডাল) ছিল। মসজিদের ক্বিবলার দিকে তিনি থুথু দেখতে পেলেন। তখন তিনি সেদিকে গেলেন এবং ঊরজূন ডাল দিয়ে তা ঘষে দিলেন। তারপর বললেনঃ
’’তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে, আল্লাহ তার থেকে বিমূখ হন? তোমাদের কেউ যখন সালাতে দন্ডায়মান হয়, তখন আল্লাহ তার সামনে থাকেন। সুতরাং সে যেন তার সম্মুখে ও ডান দিকে থুথু নিক্ষেপ না করে। (যদি দরকার হয় তবে) বাম দিকে বাম পায়ের নীচে থুথু নিক্ষেপ করবে। আর যদি কফ বা থুথু দ্রুত এসেই পড়ে তবে স্বীয় কাপড়ে এইভাবে নিক্ষেপ করবে। একথা বলে তিনি নিজের কাপড়ে মুখ রেখে তাতে থুথু ফেললেন, অতঃপর উহা ঘষে দিলেন।
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৪৮৫)[1]
গুরুত্বপূর্ণ ফায়েদাঃ হাদীছে যে বলা হয়েছেঃ ‘‘আল্লাহ তার চেহারার সম্মুখে আছেন।’’ আগের হাদীছে বলা হয়েছেঃ ‘‘নামাযে আল্লাহ তোমাদের সম্মুখে থাকেন।’’ এসমস্ত কথা কিন্তু ‘আল্লাহ আরশে আছেন’ তার বিপরীত নয়। তিনি সকল মাখলূকের উপরে সপ্তাকাশের উচ্চে আরশে আযীমে অবস্থান করেন। এ বিষয়ে কুরআন ও মুতাওয়াতের হাদীছে অসংখ্য উক্তি বিদ্যমান। সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহীনের আক্বীদা-বিশ্বাসও এটাই। আল্লাহ তা’আলা আরশে আযীমের উপরে থেকেও সমগ্র বিশ্বকে বেষ্টন করে আছেন। তিনি জানিয়েছেন যে, বান্দা যে দিকেই মুখ ফেরাবে, সে আল্লাহর সম্মুখেই থাকবে।
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَعَنْ جَابِر بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِنَا وَفِي يَدِهِ عُرْجُونُ فَرَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً فَأَقْبَلَ عَلَيْهَا فَحَتَّهَا بِالْعُرْجُونِ ثُمَّ قَالَ أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ وَلَا عَنْ يَمِينِهِ وَلْيَبْزُقْ عَنْ يَسَارِهِ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا وَوَضَعَهُ عَلَى فِيهِ ثُمَّ دَلَكَهُ. الحديث. رواه أبو داود وغيره
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৪. (সহীহ্) হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যাক্তি ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করবে, সে কিয়ামত দিবসে তার দু’চোখের মধ্যেখানে সেই থুথু নিয়ে উপস্থিত হবে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৩৮২৪, ইবনু খুযায়মাহ্ ২/৬৩ ও ইবনু হিব্বান ১৬৩৭ তাদের (সহীহ্) গ্রন্থদ্বয়ে।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَ عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ تَفَلَ تُجَاهَ الْقِبْلَةِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَتَفْلَتُهُ بَيْنَ عَيْنَيْهِ.
...رواه أبو داود وابن خزيمة وابن حبان في صحيحيهما
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৫. (সহীহ্) ইবনু ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’ক্বিবলার দিকে কফ নিক্ষেপকারী কিয়ামত দিবসে মুখমণ্ডল ের উপর উক্ত কফ নিয়ে উত্থিত হবে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বাযযার ৪১৩, ইবনু খুযায়মাহ্ ২/২৭৯ ও ইবনু হিব্বান ১৬৩৬ তাদের (সহীহ্) গ্রন্থদ্বয়ে। এ হাদীছটির বাক্য ইবনু খুযায়মাহ্ থেকে গৃহীত।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَعَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُبْعَثُ صَاحِبُ النُّخَامَةِ فِي الْقِبْلَةِ يَوْمَ الْقِيَامَةِ وَهِيَ فِي وَجْهِهِ.
. رواه البزار وابن خزيمة في صحيحه وهذا لفظه وابن حبان في صحيحه
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৬. (সহীহ্) আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ’’মসজিদে থুথু নিক্ষেপ একটি পাপের কাজ। তার কাফ্ফারা হল-উহা মুছে ফেলা।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৪১৫, মুসলিম ৫৫২, আবু দাউদ ৪৭৫, তিরমিযী ও নাসাঈ ২/৫১)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبُصَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا . رواه البخاري ومسلم وأبو داود والترمذي والنسائي
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৭. (হাসান সহীহ্) আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’মসজিদে থুথু ফেলা একটি গুনাহের কাজ। আর উহা ঢেকে করে ফেলা হল একটি নেকীর কাজ।’’
(মোটামুটি ধরণের সনদে আহমাদ হাদীছটি বর্ণনা করেছেন ৫/২৬০)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وَ عَنْ أَبِيْ أُماَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّفْلُ فِى الْمَسْجِدِ سَيِّئَةٌ , وَدَفْنُهُ حَسَنَةٌ.. رواه أحمد
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৮. (সহীহ্ লি গাইরিহী) আবু সাহলাহ সায়েব বিন খাল্লাদ থেকে বর্ণিত। তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবীদের থেকে বর্ণনা করেন। জনৈক ব্যাক্তি কিছু লোকের ইমামতী করছিল। এমন সময় সে ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করল। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা দেখলেন। সে সালাত থেকে ফারেগ হলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
’’এ ব্যাক্তি তোমাদের আর ইমামতি করবে না। পরে যখন সে ইমামতি করতে চাইল, লোকেরা তাকে বাঁধা দিল এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যা বলেছেন সে কথা তাকে জানালো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সামনে বিষয়টি উল্লেখ করা হলে তিনি বললেনঃ ’’হ্যাঁ’’, (বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলেছেন,) ’’নিশ্চয় তুমি আল্লাহ এবং তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ৪৮০ ও ইবনু হিব্বান (সহীহ্) গ্রন্থে ১৬৩৪)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح لغيره) وَ عَنْ أَبِي سَهْلَةَ السَّائِبِ بْنِ خَلَّادٍ قَالَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أنَّ رَجُلاً أَمَّ قَوْمًا فَبَصَقَ فِي الْقِبْلَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ لَا يُصَلِّي لَكُمْ هَذَا فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ نَعَمْ وَحَسِبْتُ أَنَّهُ قَالَ إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ. رواه أبو داود وابن حبان في صحيحه
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৯. (হাসান সহীহ্) আবদুল্লাহ বিন ওমার (রাঃ)[1] থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যাক্তিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহর সালাতে লোকদের ইমামতি করার আদেশ করলেন। সে লোকদের নিয়ে সালাত অবস্থায় ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করল। আসর ছালাতের সময় হলে আরেক এক ব্যাক্তিকে (ইমামতির জন্য) পাঠালেন। এতে প্রথম ব্যাক্তি ভীত হয়ে গেল। সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নিকট এসে জিজ্ঞেস করলঃ হে আল্লাহর রাসূল! আমার ব্যাপারে কি কোন (ওহী) নাযিল হয়ে গেছে? তিনি বললেনঃ
’’না, তবে তুমি মানুষের ইমামতিতে দাঁড়িয়ে তোমার সামনের দিকে থুথু নিক্ষেপ করেছ এবং তাতে আল্লাহ ও ফেরেশতাদেরকে কষ্ট দিয়েছ।’’
(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী [কাবীর] গ্রন্থে উত্তম সনদে। মাযমাউল যাওয়ায়েদ ১০/২২৩)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وَ عَن عبد الله بن عَمْرو رَضِيَ اللَّهُ عَنْهُاَ قَالَ : أَمَرَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ َ رَجُلاً يُصَلِّي بِالنَّاسِ الظّهْر فتفل فِي الْقبْلَة ، وَهُوَ يُصَلِّي ، فَلَمَّا كَانَتْ صَلَاة الْعَصْر أرسل إِلَى آخر ، فأشفق الرجل الأول فجَاء إِلَى رَسُول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ َ - فَقَالَ : يَا رَسُول الله ، أنزل فِي شيء؟ قَالَ : " لَا ، وَلَكِنَّك تفلت بَين يَديك وَأَنت قائم تؤم النَّاس ، فآذيت الله والملائكة
.
رواه الطبراني في الكبير بإسناد جيد
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯০. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতে শুনেছেনঃ ’’যে ব্যক্তি শুনতে পাবে যে কোন লোক মসজিদের মধ্যে হারানো বস্ত্ত তালাশ করছে তখন সে যেন বলে: আল্লাহ্ যেন বস্ত্তটি তোমাকে ফিরিয়ে না দেন। কেননা এ উদ্দেশ্যে মসজিদ তৈরী করা হয়নি।’’
(হাদীছটি মুসলিম ৪৬৮, আবু দাউদ ৪৭৩ ও ইবনে মাজাহ ৭৬৭ প্রমূখ বর্ণনা করেছেন)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَ عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أنه سَمِعْتُ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ: لَا أَدَّاهَا اللهُ إِلَيْكَ ؛ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا"
رواه مسلم وأبو داود وابن ماجه وغيرهم
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯১. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যখন তোমরা দেখবে কোন ব্যাক্তি মসজিদের মধ্যে ত্রুয় বা বিত্রুয় করছে, তখন বলবেঃ আল্লাহ তোমার ব্যবসায় লোকসান দিক। আর যখন কোন ব্যাক্তিকে হারানো বস্ত্ত (মসজিদে) খুঁজতে দেখবে তখন বলবেঃ আল্লাহ তোমাকে উক্ত বস্ত্ত ফিরিয়ে না দিক।’’
(হাদীছটি বর্ণনা করেছেন তিরমিযী ১৩২১, নাসাঈ ৭৬, ইবনু খুযায়মাহ্ ২/২৭৪, হাকেম ২/৫৬ ও হাদীছটির প্রথম অংশ ইবনু হিব্বান তাঁর (সহীহ্) গ্রন্থে। ইমাম তিরমিযী বলেনঃ হাদীছটি হাসান সহীহ্। হাকেম বলেনঃ হাদীছটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
) (صحيح) وَعَنْه رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (( إِذَا رَأيْتُمْ مَنْ يَبِيعُ أَوْ يَبْتَاعُ في المَسْجِدِ ، فَقُولُوا : لا أرْبَحَ اللهُ تِجَارَتَكَ ، وَإِذَا رَأَيْتُمْ مَنْ يَنْشُدُ ضَالَّةً فَقُولُوا : لا رَدَّهَا الله عَلَيْكَ )) . رواه الترمذي وقال حديث حسن صحيح والنسائي وابن خزيمة والحاكم وقال صحيح على شرط مسلم ورواه ابن حبان في صحيحه بنحوه بالشطر الأول
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯২. (সহীহ্) বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যাক্তি মসজিদে হারানো বস্ত্ত তালাশ করছিল এবং বলছিলঃ কেউ কি লাল উটটি পেয়েছেন? তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ (আল্লাহ্ করে) তুমি তা খুঁজে না পাও। কেননা মসজিদ সমূহ যে উদ্দেশ্যে বানানো হয়, তা তো সকলেরই জানা।’’ (তম্মধ্যে হারানো বস্ত্ত অনুসন্ধান করার জায়গা মসজিদ নয়)
(হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম ৫৬৯, নাসাঈ ১৭৪ ও ইবনু মাজাহ্ ৭৬৫)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَجُلاً نَشَدَ فِي الْمَسْجِدِ فَقَالَ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الأَحْمَرِ ؟ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ وَجَدْتَ ، إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ. رواه مسلم والنسائي وابن ماجه
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৩. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যখন তোমাদের কেউ বাড়ীতে ওযু করে মসজিদে গমণ করে, তখন সে ফেরৎ আসা পর্যন্ত সালাতেই থাকে। সুতরাং সে যেন এরুপ না করে। একথা বলে তিনি- স্বীয় আঙ্গুল সমূহকে একটি অপরটির মাঝে প্রবেশ করিয়ে দিলেন।’’
(ইবনু খুযায়মাহ্ তাঁর (সহীহ্) গ্রন্থে ১/২৯৯ এবং হাকেম ১/২০৬ হাদীছটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীছটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ خ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إذا توضأ أحدكم في بيته ثم أتى المسجد كان في الصلاة حتى يرجع فلا يقل هكذا وشبك بين أصابعه.
رواه ابن خزيمة في صحيحه والحاكم وقال صحيح على شرطهما
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৪. (সহীহ্ লি গাইরিহী) কা’ব বিন উজরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি শুনেছি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে একথা বলতেঃ ’’তোমাদের কেউ ওযু করে সালাতের ইচ্ছায় বের হলে সে যেন তার দু’হাতের আঙ্গুল সমূহকে একটি অপরটির মধ্যে প্রবেশ না করায়। কেননা তার এ অবস্থা (সালাতের জন্য গমণ করার অবস্থা) সালাতের অবস্থা বলেই গণ্য হয়।’’
(আহমাদ ৪/২৪১, উত্তম সনদে আবু দাউদ ৫৬২, তিরমিযী ৩৮৬ ও ইবনু মাজাহ্। হাদীছটির বাক্য তিরমিযী থেকে গৃহীত।)
মুসনাদে আহমাদের ১৮১৩০ অন্য রেওয়ায়াতে এসেছে। তিনি বলেনঃ
دخل علي رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في المسجد وقد شبكت بين أصابعي فقال لي يا كعب إذا كنت في المسجد فلا تشبكن بين أصابعك فأنت في صلاة ما انتظرت الصلاة. ورواه ابن حبان في صحيحه بنحو هذه
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে আমার নিকট আসলেন, তখন আমি আমার উভয় হাতের আঙ্গুল সমূহকে পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে (বসে ছিলাম)। তা দেখে তিনি বললেনঃ ’’হে কা’ব তুমি যখন মসজিদে থাক তখন কখনই তোমার আঙ্গুল সমূহ পরস্পরের মধ্যে প্রবেশ করিও না। কেননা তুমি যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবে, ততক্ষণ সালাত অবস্থায় আছ বলে গণ্য হবে।’’
(ইবনু হিব্বানও তাঁর [সহীহ] গ্রন্থে প্রায় এর অনুরূপই বর্ণনা করেন।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح لغيره) وَعَنْ كعب بن عجرة رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: إذا توضأ أحدكم ثم خرج عامدا إلى الصلاة فلا يشبكن بين يديه فإنه في صلاة.
رواه أحمد وأبو داود بإسناد جيد والترمذي واللفظ له وابن ماجه
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৫. (হাসান সহীহ্) ত্বাবরানী তাঁর [কাবীর] গ্রন্থে ইবনু ওমার (রাঃ) থেকে বর্ণনা করেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’তোমরা মসজিদকে পারাপারের রাস্তা হিসেবে গ্রহণ করবে না; বরং শুধুমাত্র যিকির ও সালাতের স্থান হিসেবে গ্রহণ করবে।’’
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وروى عنه (يعني ابن عمر) الطبراني في الكبير: ولا تتخذوا المساجد طرقا إلا لذكر أو صلاة
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৬. (হাসান) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’অচিরেই শেষ যুগে এমন কিছু লোকের অবির্ভাব হবে, যাদের কথাবার্তা (দুনিয়াবী গল্প-গুজব) হবে মসজিদের মধ্যেই। আল্লাহর দরবারে এদের কোনই প্রয়োজন নেই।’’
(হাদীছটি বর্ণনা করেছেন ইবনু হিব্বান তাঁর [সহীহ্] গ্রন্থে ৬৮২৩)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن ) وَعَنْ عبد الله يعني ابن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : سيكون في آخر الزمان قومٌ يكون حَدِيْثُهُم في مَسَاجِدِهِمْ ليس لله فيهم حاجة رواه ابن حبان في صحيحه