হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৮৫

পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন

২৮৫. (সহীহ্) ইবনু ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’ক্বিবলার দিকে কফ নিক্ষেপকারী কিয়ামত দিবসে মুখমণ্ডল ের উপর উক্ত কফ নিয়ে উত্থিত হবে।’’

(হাদীছটি বর্ণনা করেছেন বাযযার ৪১৩, ইবনু খুযায়মাহ্ ২/২৭৯ ও ইবনু হিব্বান ১৬৩৬ তাদের (সহীহ্) গ্রন্থদ্বয়ে। এ হাদীছটির বাক্য ইবনু খুযায়মাহ্ থেকে গৃহীত।)

الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا

(صحيح) وَعَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ : رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُبْعَثُ صَاحِبُ النُّخَامَةِ فِي الْقِبْلَةِ يَوْمَ الْقِيَامَةِ وَهِيَ فِي وَجْهِهِ. . رواه البزار وابن خزيمة في صحيحه وهذا لفظه وابن حبان في صحيحه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ