এই মুহূর্তের আয়াত
সুরাঃ আল-হাদীদ, আয়াতঃ ১

১. আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।(১) আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।(২)

(১) অর্থাৎ বিশ্ব-জাহানের প্রত্যেকটি বস্তু সদা সর্বদা এ সত্য প্রকাশ এবং ঘোষণা করে চলেছে যে, এ বিশ্ব-জাহানের স্রষ্টা ও পালনকর্তা সব রকম দোষ-ত্রুটি, অপূর্ণতা, দুর্বলতা, ভুল ভ্রান্তি ও অকল্যাণ থেকে পবিত্র। তাঁর ব্যক্তি সত্তা পবিত্র, তাঁর গুণাবলী পবিত্র, তাঁর কাজকর্ম পবিত্র এবং তাঁর সমস্ত সৃষ্টিমূলক বা শরীয়াতের বিধান সম্পর্কিত নির্দেশাবলীও পবিত্র। [কুরতুবী; সা’দী]

(২) আয়াতে وَ...

এই মুহূর্তের হাদিস
গ্রন্থঃ সহীহ মুসলিম (হাদীস একাডেমী), হাদিস নম্বরঃ ২৬৫৫

২৬৫৫-(২০৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... উকবাহ ইবনু হুরায়স (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমর (রাযিঃ) কে বলতে শুনেছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (রমাযানের) শেষ দশ দিনে কদরের রাত অনুসন্ধান কর। তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয়ে পড়ে, তবে সে যেন শেষের সাত রাতে অলসতা না করে। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৩২, ইসলামীক সেন্টার ২৬৩১)

বুধবার (দুপুর ১:২৬)
১৯শে রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
২৩শে অক্টোবর , ২০২৪ ইং

সাহরীর শেষ সময় - ভোর ৪:৪৪
ইফতার [সূর্যাস্ত] - সন্ধ্যা ৫:২৮
ফজর ভোর ৪:৪৪
যোহর দুপুর ১১:৪৪
আছর বিকাল ৩:০০
মাগরিব সন্ধ্যা ৫:২৮
এশা রাত ৬:৪১
সূর্যোদয় ভোর ৫:৫৮

কপিরাইট সম্পর্কে জরুরী দৃষ্টি আকর্ষণ

বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট যারা দাওয়াতি কাজ করে থাকেন (ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি) বা সর্ব সাধারন তাদের সকলের জন্য কপি পেস্ট (সোর্স সহ বা ছাড়া, [যদিও আমরা আশা করি যে আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন কেননা তাতে অন্যরাও জানতে পারবে এবং দাওয়াতি কাজে উৎসাহী হবে]) উন্মুক্ত এবং এতে কোন ধরনের বাঁধা নেই।

কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট ব্যবহার করে আলাদাভাবে (পুরোপুরি বা আংশিক) পরিবর্তন/পরিবর্ধন করে নিজ নামে ব্লগ, ওয়েবসাইট, মোবাইল এপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট ইত্যাদি তৈরি করতে পারবেন না। ভবিষ্যতে এপিআই সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ।

আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকেই আমাদের কন্টেন্ট ব্যবহার করে হুবহু বা অংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল এপ/ওয়েব/কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন এবং সেগুলির অধিকাংশে বিভিন্ন ধরনের হারাম এডও সংযুক্ত করা হয়েছে অর্থ আয়ের জন্য যা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।