সালাত/নামাজের সময়সূচি
মঙ্গলবার (রাত ৪:০৭)
১২ই মুহাররম, ১৪৪৭ হিজরী
২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)
৮ই জুলাই , ২০২৫ ইং
-
ঢাকা
সাহরীর শেষ সময়: ভোর ৩:৪৯
ইফতার [সূর্যাস্ত]: সন্ধ্যা ৬:৫০ - 🌅 ফজর ভোর: ৩:৪৯
- ☀️ যোহর দুপুর: ১২:০৪
- 🌇 আছর বিকাল: ৩:২৩
- 🌄 মাগরিব সন্ধ্যা: ৬:৫০
- 🌔 এশা রাত: ৮:২০
- 🌤️ সূর্যোদয় সকাল: ৫:১৭
সুরাঃ আন-নাহাল, আয়াতঃ ৯৮
(১) কোন কোন মুফাস্সির এ আয়াত এবং এর পূর্বের আয়াতসমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বলেনঃ পূর্ববতী আয়াতসমূহে প্রথমে অঙ্গীকার পূর্ণ করার প্রতি এবং সৎকর্ম সম্পাদনের প্রতি গুরুত্ব আরোপ ও উৎসাহিত করা হয়েছে। শয়তানের প্ররোচনায়ই মানুষ এসব বিধি-বিধানে শৈথিল্য প্রদর্শন করে। তাই এই আয়াতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ প্রার্থনা শিক্ষা দেয়া হয়েছে। প্রতিটি স...
গ্রন্থঃ সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস নম্বরঃ ১৬৫১
১৬৫১। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসা অবস্থায় সালাত শুরু করতেন। সালাতে কুরআন তিলাওয়াত করতেন তখনও তিনি বসা অবস্থায় থাকতেন। যখন তাঁর কিরাআতের ত্রিশ কি চল্লিশ আয়াত পরিমাণ অবশিষ্ট থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়ানো অবস্থায় কুরআন তিলাওয়াত করে রুকু করতেন আর সিজদা করতেন। তারপর দ্বিতীয় রাকআতেও অনুরূপ করতেন...
বাংলা হাদিসের সমস্ত কন্টেন্ট সকলের জন্য উন্মুক্ত, বিশেষত যারা দাওয়াতি কাজ করেন (যেমন: ফেসবুক, ইউটিউব, ব্লগ, আর্টিকেল ইত্যাদি)। কপি-পেস্ট করা যেতে পারে, চাইলে সোর্স উল্লেখ করেও বা ছাড়াও। তবে, আমরা আশা করি আপনারা আমাদের সোর্স উল্লেখ করবেন, কারণ এটি অন্যদের জানার সুযোগ দেবে এবং দাওয়াতি কাজে আগ্রহী হতে উৎসাহিত করবে।
তবে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ আমাদের কন্টেন্ট সম্পূর্ণ বা আংশিক পরিবর্তন/পরিবর্ধন করে **নিজ নামে** ব্লগ, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কম্পিউটার সফটওয়্যার বা বই প্রিন্ট করতে পারবেন না। ভবিষ্যতে, ইন-শা-আল্লাহ, একটি API সার্ভারের মাধ্যমে সকলের জন্য ডাটা শেয়ার করার পরিকল্পনা রয়েছে।
আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে অনেকেই আমাদের কন্টেন্ট হুবহু বা আংশিক পরিবর্তন করে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করেছেন। দুর্ভাগ্যবশত, এসবের অধিকাংশতেই হারাম বিজ্ঞাপন সংযুক্ত করা হয়েছে, যা শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে **নিষিদ্ধ**।