পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৮৯. (হাসান সহীহ্) আবদুল্লাহ বিন ওমার (রাঃ)[1] থেকে বর্ণিত। তিনি বলেনঃ জনৈক ব্যাক্তিকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহর সালাতে লোকদের ইমামতি করার আদেশ করলেন। সে লোকদের নিয়ে সালাত অবস্থায় ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ করল। আসর ছালাতের সময় হলে আরেক এক ব্যাক্তিকে (ইমামতির জন্য) পাঠালেন। এতে প্রথম ব্যাক্তি ভীত হয়ে গেল। সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নিকট এসে জিজ্ঞেস করলঃ হে আল্লাহর রাসূল! আমার ব্যাপারে কি কোন (ওহী) নাযিল হয়ে গেছে? তিনি বললেনঃ
’’না, তবে তুমি মানুষের ইমামতিতে দাঁড়িয়ে তোমার সামনের দিকে থুথু নিক্ষেপ করেছ এবং তাতে আল্লাহ ও ফেরেশতাদেরকে কষ্ট দিয়েছ।’’
(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী [কাবীর] গ্রন্থে উত্তম সনদে। মাযমাউল যাওয়ায়েদ ১০/২২৩)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وَ عَن عبد الله بن عَمْرو رَضِيَ اللَّهُ عَنْهُاَ قَالَ : أَمَرَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ َ رَجُلاً يُصَلِّي بِالنَّاسِ الظّهْر فتفل فِي الْقبْلَة ، وَهُوَ يُصَلِّي ، فَلَمَّا كَانَتْ صَلَاة الْعَصْر أرسل إِلَى آخر ، فأشفق الرجل الأول فجَاء إِلَى رَسُول الله - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ َ - فَقَالَ : يَا رَسُول الله ، أنزل فِي شيء؟ قَالَ : " لَا ، وَلَكِنَّك تفلت بَين يَديك وَأَنت قائم تؤم النَّاس ، فآذيت الله والملائكة
.
رواه الطبراني في الكبير بإسناد جيد