পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৩. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যখন তোমাদের কেউ বাড়ীতে ওযু করে মসজিদে গমণ করে, তখন সে ফেরৎ আসা পর্যন্ত সালাতেই থাকে। সুতরাং সে যেন এরুপ না করে। একথা বলে তিনি- স্বীয় আঙ্গুল সমূহকে একটি অপরটির মাঝে প্রবেশ করিয়ে দিলেন।’’
(ইবনু খুযায়মাহ্ তাঁর (সহীহ্) গ্রন্থে ১/২৯৯ এবং হাকেম ১/২০৬ হাদীছটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ হাদীছটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ خ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إذا توضأ أحدكم في بيته ثم أتى المسجد كان في الصلاة حتى يرجع فلا يقل هكذا وشبك بين أصابعه. رواه ابن خزيمة في صحيحه والحاكم وقال صحيح على شرطهما