২৯৬

পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন

২৯৬. (হাসান) আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’অচিরেই শেষ যুগে এমন কিছু লোকের অবির্ভাব হবে, যাদের কথাবার্তা (দুনিয়াবী গল্প-গুজব) হবে মসজিদের মধ্যেই। আল্লাহর দরবারে এদের কোনই প্রয়োজন নেই।’’

(হাদীছটি বর্ণনা করেছেন ইবনু হিব্বান তাঁর [সহীহ্] গ্রন্থে ৬৮২৩)

الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا

(حسن ) وَعَنْ عبد الله يعني ابن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : سيكون في آخر الزمان قومٌ يكون حَدِيْثُهُم في مَسَاجِدِهِمْ ليس لله فيهم حاجة رواه ابن حبان في صحيحه


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ