হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৯০

পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন

২৯০. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতে শুনেছেনঃ ’’যে ব্যক্তি শুনতে পাবে যে কোন লোক মসজিদের মধ্যে হারানো বস্ত্ত তালাশ করছে তখন সে যেন বলে: আল্লাহ্‌ যেন বস্ত্তটি তোমাকে ফিরিয়ে না দেন। কেননা এ উদ্দেশ্যে মসজিদ তৈরী করা হয়নি।’’

(হাদীছটি মুসলিম ৪৬৮, আবু দাউদ ৪৭৩ ও ইবনে মাজাহ ৭৬৭ প্রমূখ বর্ণনা করেছেন)

الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا

(صحيح) وَ عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أنه سَمِعْتُ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ: لَا أَدَّاهَا اللهُ إِلَيْكَ ؛ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا" رواه مسلم وأبو داود وابن ماجه وغيرهم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ