হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৯৫
পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন
২৯৫. (হাসান সহীহ্) ত্বাবরানী তাঁর [কাবীর] গ্রন্থে ইবনু ওমার (রাঃ) থেকে বর্ণনা করেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’তোমরা মসজিদকে পারাপারের রাস্তা হিসেবে গ্রহণ করবে না; বরং শুধুমাত্র যিকির ও সালাতের স্থান হিসেবে গ্রহণ করবে।’’
الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا
(حسن صحيح) وروى عنه (يعني ابن عمر) الطبراني في الكبير: ولا تتخذوا المساجد طرقا إلا لذكر أو صلاة