২৯২

পরিচ্ছেদঃ ৮) মসজিদে এবং ক্বিবলার দিকে থুথু নিক্ষেপ ও মসজিদে হারানো বস্ত্ত তালাশ করা ইত্যাদির প্রতি ভীতি প্রদর্শন

২৯২. (সহীহ্) বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যাক্তি মসজিদে হারানো বস্ত্ত তালাশ করছিল এবং বলছিলঃ কেউ কি লাল উটটি পেয়েছেন? তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ (আল্লাহ্ করে) তুমি তা খুঁজে না পাও। কেননা মসজিদ সমূহ যে উদ্দেশ্যে বানানো হয়, তা তো সকলেরই জানা।’’ (তম্মধ্যে হারানো বস্ত্ত অনুসন্ধান করার জায়গা মসজিদ নয়)

(হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম ৫৬৯, নাসাঈ ১৭৪ ও ইবনু মাজাহ্ ৭৬৫)

الترهيب من البصاق في المسجد وإلى القبلة ومن إنشاد الضالة فيه وغير ذلك مما يذكر هنا

(صحيح) وَ بُرَيْدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَجُلاً نَشَدَ فِي الْمَسْجِدِ فَقَالَ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الأَحْمَرِ ؟ فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لاَ وَجَدْتَ ، إِنَّمَا بُنِيَتِ الْمَسَاجِدُ لِمَا بُنِيَتْ لَهُ. رواه مسلم والنسائي وابن ماجه