পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০১. (হাসান সহীহ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’নিশ্চয় আল্লাহ্ রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন ঐ মুসল্লিদের উপর যারা কাতার মিলিয়ে নেয়।’’
(আহমাদ ২/৬৭, ইবনে মাজাহ ৯৯৫, ইবনে খুযায়মা ৩/২৩, ইবনে হিব্বান ২১৬ ও হাকেম ১/২১৪)
(সহীহ্ লি গাইরিহী) ইবনে মাজাহর রেওয়ায়াতে এসেছেঃ
وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةٍ.
’’যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা স্থান পরিপূর্ণ করে, বিনিময়ে আল্লাহ তার মর্যাদা উন্নীত করেন।’’ (ইবনে মাজাহ ৯৯৫)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(حسن صحيح) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ . رواه أحمد وابن ماجه وابن خزيمة وابن حبان والحاكم
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০২. (সহীহ্) বারা বিন আযিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে দাঁড়াতেন, এরপর আমাদের বক্ষ ও কাঁধগুলোকে সোজা বরাবর করে দিতেন, আর বলতেনঃ ’’তোমরা আগে-পিছে হয়ো না তাহলে তোমাদের অন্তরের মাঝে বিভেদ সৃষ্টি হবে। নিশ্চয় আল্লাহ তা’আলা রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন প্রথম কাতারের উপরে।’’
(ইবনে খুযায়মা ৩/২৬ তাঁর [সহীহ গ্রন্থে] হাদীছটি বর্ণনা করেছেন ৭২৫৬)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(صحيح) و عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : كَأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي الصَّفَّ مِنْ نَاحِيَةٍ إِلَى نَاحِيَةٍ ، فَيَمْسَحُ مَنَاكِبَنَا ، أَوْ صُدُورُنَا وَيَقُولُ : لاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ ، قَالَ : وَكَانَ يَقُولُ : إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ الأُوَلَ. رواه ابن خزيمة في صحيحه
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০৩. (সহীহ্) ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি কাতার পরিপূর্ণ করবে আল্লাহ্ তার সাথে সম্পর্ক স্থাপন করেন। আর যে ব্যক্তি কাতার বিছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক বিছিন্ন করবেন।’’ (হাদীছটি বর্ণনা করেছেন নাসাঈ ২/৯৩, ইবনে খুযায়মা ৩/২৩ ও হাকেম, আহমাদ ২/৯৮, আবূ দাউদ ৬৬। হাকেম বলেনঃ হাদীছটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(صحيح) و عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُماَمَا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ. رواه النسائي وابن خزيمة والحاكم وقال: صحيح على شرط مسلم
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০৪. (হাসান লি গাইরিহী) আবদুল্লাহ ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ছালাতে তার কাঁধকে নরম রাখে। আর কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য মুসল্লি যে কমদটি উঠায়, আল্লাহর কাছে তার চেয়ে উত্তম আর কোন কদম নেই।’’
(বাযযার হাসান সনদে ৫১২ ও ইবনে হিব্বান ১৭৫৬ প্রথম কথাটি বর্ণনা করেছেন এবং ত্বারবানী সম্পূর্ণটা বর্ণনা করেছেন)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(حسن لغيره) وَعَنْ عبد الله بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبًا فِي الصَّلاةِ ، وَمَا مِنْ خُطْوَةً أَعْظَمَ أَجْرًا مِنْ خُطْوَةٍ مَشَاهَا رَجُلٌ إِلَى فُرْجَةٍ فِي الصَّفِّ فَسَدَّهَا. رواه البزار بإسناد حسن وابن حبان في صحيحه كلاهما بالشطر الأول ورواه بتمامه الطبراني
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০৫. (সহীহ লি গাইরিহী) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা স্থান পূর্ণ করে, বিনিময়ে আল্লাহ্ তার মর্যাদা উন্নীত করেন এবং জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরী করেন।’’
(ত্বারবানী হাদীছটি [আওসাত গ্রন্থে] বর্ণনা করেছেন)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(صحيح لغيره) وَعَنْ عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا قالت قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه الطبراني في الأوسط
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০৬. (সহীহ লি গাইরিহী) পূর্বের হাদীছটি আসপাহানী আবু হুরায়রা (রাঃ) থেকে অতিরিক্তভাবে বর্ণনা করেছেন।
الترغيب في وصل الصفوف وسد الفرج
(صحيح لغيره) ورواه الأصبهاني بالزيادة أيضا من حديث أبِيْ هُرَيْرَةَ وفي إسناده عصمة بن محمد قال أبو حاتم لَيْسَ بِقَوِىٍّ. وقال غيره متروك
পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ
৫০৭. (সহীহ লিগাইরিহী) বারা বিন আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ ’’নিশ্চয় আল্লাহ্ রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন ঐ মুসল্লিদের উপর যারা প্রথম দিকের কাতার সমূহ মিলিয়ে নেয়। আর কাতার মিলিত করার জন্য মুসল্লি যে কমদটি উঠিয়ে চলে, আল্লাহর কাছে তার চেয়ে পছন্দনীয় আর কোন কদম নেই।’’
(আবু দাউদ ৬৬৪ ও ইবনে খুযায়মা কদম উঠানোর কথা উল্লেখ না করে হাদীছটি বর্ণনা করেছেন ৩/২৬)
الترغيب في وصل الصفوف وسد الفرج
(صحيح لغيره) وَعَنْ البراء بن عازب رَضِيَ اللَّهُ عَنْهُ قال وكأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ الأول وما من خطوة أحب إلى الله من خطوة يمشيها العبد يصل بها صفا. رواه أبو داود في حديث وابن خزيمة بدون ذكر الخطوة