৫০৪

পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ

৫০৪. (হাসান লি গাইরিহী) আবদুল্লাহ ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ছালাতে তার কাঁধকে নরম রাখে। আর কাতারের মধ্যে ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য মুসল্লি যে কমদটি উঠায়, আল্লাহর কাছে তার চেয়ে উত্তম আর কোন কদম নেই।’’

(বাযযার হাসান সনদে ৫১২ ও ইবনে হিব্বান ১৭৫৬ প্রথম কথাটি বর্ণনা করেছেন এবং ত্বারবানী সম্পূর্ণটা বর্ণনা করেছেন)

الترغيب في وصل الصفوف وسد الفرج

(حسن لغيره) وَعَنْ عبد الله بنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبًا فِي الصَّلاةِ ، وَمَا مِنْ خُطْوَةً أَعْظَمَ أَجْرًا مِنْ خُطْوَةٍ مَشَاهَا رَجُلٌ إِلَى فُرْجَةٍ فِي الصَّفِّ فَسَدَّهَا. رواه البزار بإسناد حسن وابن حبان في صحيحه كلاهما بالشطر الأول ورواه بتمامه الطبراني


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ