৫০১

পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ

৫০১. (হাসান সহীহ) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’নিশ্চয় আল্লাহ্‌ রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন ঐ মুসল্লিদের উপর যারা কাতার মিলিয়ে নেয়।’’

(আহমাদ ২/৬৭, ইবনে মাজাহ ৯৯৫, ইবনে খুযায়মা ৩/২৩, ইবনে হিব্বান ২১৬ ও হাকেম ১/২১৪)

(সহীহ্ লি গাইরিহী) ইবনে মাজাহর রেওয়ায়াতে এসেছেঃ

 وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللهُ بِهَا دَرَجَةٍ.

’’যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা স্থান পরিপূর্ণ করে, বিনিময়ে আল্লাহ তার মর্যাদা উন্নীত করেন।’’ (ইবনে মাজাহ ৯৯৫)

الترغيب في وصل الصفوف وسد الفرج

(حسن صحيح) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهُا عَنْ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ . رواه أحمد وابن ماجه وابن خزيمة وابن حبان والحاكم

حسن صحيح عن عاىشة رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله وملاىكته يصلون على الذين يصلون الصفوف رواه احمد وابن ماجه وابن خزيمة وابن حبان والحاكم

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)