৫০৭

পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ

৫০৭. (সহীহ লিগাইরিহী) বারা বিন আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ ’’নিশ্চয় আল্লাহ্‌ রহমত নাযিল করেন এবং ফেরেশতারা দু’আ করেন ঐ মুসল্লিদের উপর যারা প্রথম দিকের কাতার সমূহ মিলিয়ে নেয়। আর কাতার মিলিত করার জন্য মুসল্লি যে কমদটি উঠিয়ে চলে, আল্লাহর কাছে তার চেয়ে পছন্দনীয় আর কোন কদম নেই।’’

(আবু দাউদ ৬৬৪ ও ইবনে খুযায়মা কদম উঠানোর কথা উল্লেখ না করে হাদীছটি বর্ণনা করেছেন ৩/২৬)

الترغيب في وصل الصفوف وسد الفرج

(صحيح لغيره) وَعَنْ البراء بن عازب رَضِيَ اللَّهُ عَنْهُ قال وكأنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ الأول وما من خطوة أحب إلى الله من خطوة يمشيها العبد يصل بها صفا. رواه أبو داود في حديث وابن خزيمة بدون ذكر الخطوة


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ