হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫০৩

পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ

৫০৩. (সহীহ্) ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি কাতার পরিপূর্ণ করবে আল্লাহ্‌ তার সাথে সম্পর্ক স্থাপন করেন। আর যে ব্যক্তি কাতার বিছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক বিছিন্ন করবেন।’’ (হাদীছটি বর্ণনা করেছেন নাসাঈ ২/৯৩, ইবনে খুযায়মা ৩/২৩ ও হাকেম, আহমাদ ২/৯৮, আবূ দাউদ ৬৬। হাকেম বলেনঃ হাদীছটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)

الترغيب في وصل الصفوف وسد الفرج

(صحيح) و عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُماَمَا أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ. رواه النسائي وابن خزيمة والحاكم وقال: صحيح على شرط مسلم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ