হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫০৫

পরিচ্ছেদঃ ৩০) কাতারগুলো মিলিয়ে নেয়া ও ফাঁকা জায়গা পূরণ করতে উদ্বুদ্ধকরণ

৫০৫. (সহীহ লি গাইরিহী) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা স্থান পূর্ণ করে, বিনিময়ে আল্লাহ্‌ তার মর্যাদা উন্নীত করেন এবং জান্নাতে তার জন্যে একটি ঘর তৈরী করেন।’’

(ত্বারবানী হাদীছটি [আওসাত গ্রন্থে] বর্ণনা করেছেন)

الترغيب في وصل الصفوف وسد الفرج

(صحيح لغيره) وَعَنْ عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا قالت قال رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه الطبراني في الأوسط


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ