উসূলে ফিক্বহ (ফিক্বহের মূলনীতি) শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) ২১ টি অধ্যায় ৪৬ টি অনুচ্ছেদ সম্পূর্ণ বইটি একসাথে পড়ুন
অধ্যায় ও অনুচ্ছেদ তালিকা
লেখকের ভূমিকা অনুচ্ছেদ ১ টি ভূমিকা উসূলে ফিক্বহ (أصول الفقه) অনুচ্ছেদ ১ টি সংজ্ঞা ও উপকারিতা আহকাম বা শারঈ বিধি-বিধান (الأحكام) অনুচ্ছেদ ২ টি শারঈ বিধি-বিধান শারঈ আহকাম বা বিধি-বিধানের প্রকারভেদ (أقسام الأحكام الشرعية) ইলম (العلم) অনুচ্ছেদ ২ টি সংজ্ঞা ইলম এর প্রকারভেদ বাক্য (الكلام) অনুচ্ছেদ ২ টি পরিচিতি বাক্যের প্রকারভেদ (أقسام الكلام ) আমর বা নির্দেশ (الأمر) অনুচ্ছেদ ২ টি সংজ্ঞা আমরের ছীগাহ বা শব্দরূপ (صيغ الأمر) নিষেধ (النَّهْي) অনুচ্ছেদ ২ টি পরিচিতি النهي এর ছীগার মাধ্যমে যে দাবি পেশ করা হয় (ما تقتضيه صيغة النهي) ব্যাপক অর্থবোধক শব্দ (العام) অনুচ্ছেদ ৪ টি পরিচিতি ব্যাপক অর্থবোধক শব্দাবলী (صيغ العموم) عام এর উদাহরণ ব্যাপক অর্থবোধক শব্দানুসারে আমল করা নির্দিষ্ট অর্থবোধক শব্দ (خاصًّ) অনুচ্ছেদ ১ টি খাস (خاص) শর্তহীন ও শর্তযুক্ত (المُطلَق والمقَيَد) অনুচ্ছেদ ১ টি পরিচিতি ও হুকুম দ্ব্যর্থবোধক ও দ্ব্যর্থহীন (المجمل والمبين) অনুচ্ছেদ ১ টি পরিচিতি ও উদাহরণ জাহের ও মুআওয়াল (الظاهر والمؤول) অনুচ্ছেদ ১ টি পরিচিতি ও প্রকারভেদ রহিতকরণ (النسخ) অনুচ্ছেদ ৬ টি সংজ্ঞা النسخ বা রহিতকরণ এর যৌক্তিকতা যা 'রহিত হওয়া' নিষিদ্ধ 'রহিতকরণ' এর শর্তসমূহ প্রকারভেদ النسخ এর হিকমত খবরসমূহ (الأخبار) অনুচ্ছেদ ২ টি পরিচিতি ও প্রকারভেদ হাদীছ বর্ণনা করার ছীগাহ বা শব্দরূপ ইজমা (الاجماع) অনুচ্ছেদ ৩ টি পরিচিতি ইজমার প্রকারভেদ (أنواع الإجماع) ইজমা সংঘটিত হওয়ার শর্ত সমূহ (شروط الإجماع) ক্বিয়াস (القياس) অনুচ্ছেদ ৩ টি পরিচিতি ক্বিয়াস করার ক্ষেত্রে শর্তাবলী (شروط القياس) ক্বিয়াসের প্রকারভেদ (أقسام القياس) দলীল সমূহের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব (التعارض) অনুচ্ছেদ ২ টি পরিচিতি تعارض এর প্রকারভেদ অগ্রাধিকারের ক্ষেত্রে দলীল সমূহের মাঝে স্তর বিন্যাস (الترتبب بين الأدلة) অনুচ্ছেদ ১ টি অগ্রাধিকারের ক্ষেত্রে দলীল সমূহের মাঝে স্তর বিন্যাস ফাতাওয়া দানকারী-মুফতী ও ফাতাওয়া প্রার্থী প্রসঙ্গে (المفتي والمستفتي) অনুচ্ছেদ ২ টি ফাতাওয়ার শর্তাবলী (شروط الفتوى) ফাতাওয়া প্রার্থীর জন্য যা আবশ্যক (يلزم المستفتي أمران) ইজতেহাদ (الاجتهاد) অনুচ্ছেদ ৩ টি পরিচিতি ইজতিহাদ করার শর্তাবলী (شروط الاجتهاد) মুজতাহিদের জন্য যা আবশ্যক (ما يلزم المجتهد) তাক্বলীদ (التقليد) অনুচ্ছেদ ৪ টি পরিচিতি তাক্বলীদ করার ক্ষেত্রসমূহ (مواضع التقليد) তাক্বলীদের প্রকারভেদ (أنواع التقليد) মুকাল্লিদের ফাতাওয়া (فتوى المقلِّد)