পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৫৫৯. (সহীহ্) আবুল জুহাইম আবদুল্লাহ বিন হারেছ বিন আস্ সিম্মাহ্ আল আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’মুসল্লির সম্মুখ দিয়ে গমণকারী যদি জানতো, এতে তার কত গুনাহ হয়, তবে মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (বছর) পর্যন্ত দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হত।’’ বর্ণনাকারী আবু নযর বলেন, আমি জানি না (আমার উস্তাদ বুসর) কি বলেছেন, চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর?
(বুখারী ৫১০, মুসলিম ৫০৭, আবু দাউদ ৭০১, তিরমিযী ৩৩৬, নাসাঈ ২/৬৬ ও ইবনে মাজাহ্ ৯৪৫)
الترهيب من المرور بين يدي المصلي
(صحيح) عن أبي الجهيم عبد الله بن الحارث بن الصمة الأنصاري رَضِيَ اللَّهُ عَنْهُ قالقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ أَبُو النَّضْرِ لَا أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً.
رواه البخاري ومسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجه
পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৫৬০. (সহীহ্) আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যখন তোমাদের কেউ কোন জিনিস সামনে রেখে লোকদেরকে তা দিয়ে আড়াল করে নামায পড়ে এবং সে অবস্থায় কেউ যদি তার সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে যেন তার বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তাতে যদি সে না থামে, তাহলে সে যেন তার সাথে লড়ে যায়। কেননা সে শয়তান।’’
অপর বর্ণনায় বাক্যের ভঙ্গিমা এরকমঃ
’’তোমাদের মধ্যে কোন মানুষ যদি নামায পড়ে, তাহলে সে যেন তার সম্মুখ দিয়ে কাউকে যেতে না দেয়। কেউ যেতে চাইলে সাধ্যানুযায়ী তাকে প্রতিহত করবে। সে যদি বিরত না হয়, তবে তার সাথে লড়াই করবে। কেননা সে শয়তান।’’
(বুখারী ৫০৯ ও মুসলিম ৫০৫। হাদীছের বাক্য মুসলিম থেকে নেয়া। আবু দাউদও অনুরূপ বাক্যে হাদীছটি বর্ণনা করেছেন ৬৯৭)
الترهيب من المرور بين يدي المصلي
(صحيح) وَعَنْ أبي سَعِيدٍ سعيد الخدري رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْ فِي نَحْرِهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ
، وفي لفظ آخر: إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ وَلْيَدْرَأْهُ مَا اسْتَطَاعَ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ
. رواه البخاري ومسلم واللفظ له وأبو داود نحوه
পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৫৬১. (সহীহ্) আবদুল্লাহ ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’তোমাদের মধ্যে কোন মানুষ যখন নামায পড়ে, তখন তার সম্মুখ দিয়ে কাউকে যেন যেতে না দেয়। সে যদি বিরত না হয়, তবে তার সাথে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান রয়েছে।’’
(সহীহ সনদে ইবনে মাজাহ্ ৯৯৫ ও ইবনে খুযাইমা হাদীছটি বর্ণনা করেছেন ২/১৮)
الترهيب من المرور بين يدي المصلي
(صحيح) و عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا, أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ , فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ.رواه ابن ماجه بإسناد صحيح وابن خزيمة في صحيحه
পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৫৬২. (মাওকূফ সূত্রে সহীহ) আবদুল্লাহ বিন আমর (রাঃ) বলেনঃ ’’নামাযরত কোন মানুষের সম্মুখ দিয়ে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করার চাইতে ছাইয়ে রূপান্তরিত হয়ে যাওয়া উত্তম- যে ছাই বাতাসে উড়িয়ে দেয়া হয়।’’
(ইবনে আবদুল বারর ’তামহীদ’ গ্রন্থে মাওকূফ সূত্রে হাদীছটি বর্ণনা করেন ২/১৪৩)
الترهيب من المرور بين يدي المصلي
(صحيح موقوف) وَعَنْ عبد الله بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال لأن يكون الرجل رمادا يذرى به خير له من أن يمر بين يدي رجل متعمدا وهو يصلي. رواه ابن عبد البر في التمهيد موقوفا