কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৬১
পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৫৬১. (সহীহ্) আবদুল্লাহ ইবনে ওমার (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’তোমাদের মধ্যে কোন মানুষ যখন নামায পড়ে, তখন তার সম্মুখ দিয়ে কাউকে যেন যেতে না দেয়। সে যদি বিরত না হয়, তবে তার সাথে লড়াই করবে। কেননা তার সাথে শয়তান রয়েছে।’’
(সহীহ সনদে ইবনে মাজাহ্ ৯৯৫ ও ইবনে খুযাইমা হাদীছটি বর্ণনা করেছেন ২/১৮)
الترهيب من المرور بين يدي المصلي
(صحيح) و عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا, أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ , فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ.رواه ابن ماجه بإسناد صحيح وابن خزيمة في صحيحه