হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৫৬২

পরিচ্ছেদঃ ৩৯) মুসল্লির সম্মুখ দিয়ে যাওয়ার প্রতি ভীতি প্রদর্শন

৫৬২. (মাওকূফ সূত্রে সহীহ) আবদুল্লাহ বিন আমর (রাঃ) বলেনঃ  ’’নামাযরত কোন মানুষের সম্মুখ দিয়ে ইচ্ছাকৃতভাবে অতিক্রম করার চাইতে ছাইয়ে রূপান্তরিত হয়ে যাওয়া উত্তম- যে ছাই বাতাসে উড়িয়ে দেয়া হয়।’’

(ইবনে আবদুল বারর ’তামহীদ’ গ্রন্থে মাওকূফ সূত্রে হাদীছটি বর্ণনা করেন ২/১৪৩)

الترهيب من المرور بين يدي المصلي

(صحيح موقوف) وَعَنْ عبد الله بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال لأن يكون الرجل رمادا يذرى به خير له من أن يمر بين يدي رجل متعمدا وهو يصلي. رواه ابن عبد البر في التمهيد موقوفا


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ