পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৬৮. (সহীহ্) উছমান বিন আফফান (রাঃ) হতে বর্ণিত। তিনি যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মসজিদ পূণঃনির্মাণ করলেন তখন লোকেরা সমালোচনা করছিল। তার জবাবে তিনি বললেনঃ তোমরা আমার বিরুদ্ধে অনেক বেশী কথা বলেছ। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে একথা বলতে শুনেছিঃ ’’আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যাক্তি একটি মসজিদ তৈরি করবে, আল্লাহ্ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন।’’
অন্য বর্ণনায়ঃ ’’আল্লাহ্ তার জন্যে অনুরূপ ঘর তৈরী করবেন।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ৪৫০ ও মুসলিম ৪৩৩ প্রমূখ)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(صحيح) عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّهُ قاَلَ: عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكُمْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ بَنَى مَسْجِدًا قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه البخاري ومسلم وغيرهما
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৬৯. (সহীহ্) আবু যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যাক্তি আল্লাহর ওয়াস্তে পাখির বাসার ন্যায় (অর্থাৎ ছোট আকারে) একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন।’’
(قطاة) শব্দটির অর্থ হল তীতির পাখি, কবুতরের ন্যায় মরুভূমির এক প্রকার পাখি।
(হাদীছটি বর্ণনা করেছেন বাযযার ৪০১, ত্বাবরানী ২/১২০ [ছাগীর] গ্রন্থে এবং ইবনু হিব্বান ১৬০৮ (সহীহ্) গ্রন্থে। হাদীছটির বাক্য বাযযার থেকে গৃহীত)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(صحيح) وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا، قَدْرَ مَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه البزار واللفظ له والطبراني في الصغير وابن حبان في صحيحه
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭০. (সহীহ্ লি গাইরিহী) ওমার বিন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি শুনেছি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতেঃ ’’যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্য মসজিদ নির্মাণ করবে- যেখানে আল্লাহর যিকির করা হয় (আল্লাহর ইবাদত করা হয়) আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।’’
হাদীছটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ ৭৩৫ ও ইবনু হিব্বান ১৬০৬ (সহীহ্) গ্রন্থে
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(صحيح لغيره) و عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ بَنَى لله مَسْجِدًا يُذْكَرُ فِيهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، رواه ابن ماجه وابن حبان في صحيحه
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭১. (সহীহ্) জাবের (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’যে ব্যক্তি পানির জন্য (নদী বা কুপ) খনন করবে। অতঃপর সেখান থেকে যে কোন তৃষ্ণার্ত প্রাণী জিন বা মানুষ বা পাখি যে কেউ পান করবে, তবে আল্লাহ্ তাকে কিয়ামত দিবসে তার প্রতিদান প্রদান করবেন। আর যে ব্যাক্তি পাখির বাসার অনুরূপ বা তার চাইতে ছোট আকারে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন।’’
(ইবনু খুযায়মাহ [সহীহ্] গ্রন্থে ২/১৬৯ এবং ইবনু মাজাহ সহীহ্ সনদে ৭৩৮ শুধুমাত্র মসজিদের কথা উল্লেখ করে হাদীছটি বর্ণনা করেন।)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(صحيح) و عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: مَنْ حَفَرَ مَاءً لَمْ يَشْرَبْ مِنْهُ كَبِدٌ حَرِيٌّ مِنْ جِنٍّ وَلاَ إِنْسٍ وَلاَ طَائِرٍ إِلاَّ آجَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ بَنَى مَسْجِدًا كَمَفْحَصِ قَطَاةٍ ، أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه ابن خزيمة في صحيحه وروى ابن ماجه منه ذكر المسجد فقط بإسناد صحيح
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭২. (সহীহ্) হাদীছটি আহমাদ ও বাযযার ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন। তাদের বর্ণনায় বলা হয়ঃ ...পাখির ডিম পাড়ার বাসার অনুরূপ...।
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
-
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭৩. (হাসান লি গাইরিহী) আবদুল্লাহ বিন আমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যাক্তি আল্লাহর জন্যে একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্য জান্নাতে তার চেয়ে প্রশস্ত একটি ঘর প্রস্ত্তত করবেন।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আহমাদ ২/২২১)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(حسن لغيره) وَعَنْ عبد الله بن عمرو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَوْسَعَ مِنْهُ. رواه أحمد
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭৪. (হাসান লি গাইরিহী) আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে। তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ’’যে ব্যাক্তি একটি মসজিদ তৈরী করবে, তা দ্বারা সে কোন রিয়া (মানুষকে দেখানোর উদ্দেশ্য) বা মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্য করবে না। তবে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর প্রস্ত্তত করবেন।
(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী [আওসাত] গ্রন্থে ৭০০৫)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(حسن لغيره) وروي عن عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَنْ بَنَى مَسْجِدًا لا يريدُ به رياءً ولا سُمْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه الطبراني في الأوسط
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭৫. (হাসান) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’মু’মিন ব্যক্তির মৃত্যুর পর তার আমল ও নেকীর কাজ থেকে যা (ছওয়াব) তার নিকট পৌঁছবে তা হল, ইলম (ইসলামের জ্ঞান) যা সে শিক্ষা দান করেছে ও প্রচার করেছে। রেখে যাওয়া সৎ সন্তান (অর্থাৎ তার দু’আ)। অথবা একটি কুরআন যা সে উত্তরাধিকার হিসেবে রেখে গেছে। অথবা একটি মসজিদ তৈরী করেছে বা মুসাফিরের জন্য একটি ঘর নির্মাণ করেছে। অথবা একটি নদী প্রবাহিত করেছে। অথবা তার জীবদ্দশায় সুস্থ থাকাকালে নিজের সম্পদ থেকে সাদকা করে গেছে। এগুলোর ছোয়াব মৃত্যুর পর তার কাছে পৌঁছতে থাকবে।’’
(ইবনে মাজাহ ২৪২, বায়হাক্বী ৩৪৪৮ এবং অনুরূপভাবে ইবনে খুযায়মা হাদীছটি বর্ণনা করেছেন)[1]
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(حسن ) و عَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ تَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ. رواه ابن ماجه واللفظ له وابن خزيمة في صحيحه والبيهقي