পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ
২৬৫. (সহীহ্ লি গাইরিহী) আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ের দু’আ প্রত্যাখ্যাত হয় না ।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাঊদ ৫২১, তিরমিযী ২১২, নাসাঈ ৬৭, ইবনু হিব্বান ১৬৯৪ ও ইবনু খুযায়মাহ ১/২২২। এ হাদীসের শব্দ সমূহ তিরমিযী থেকে গৃহীত। ইবনু খুযাযমাহ হাদীসের শেষে একথা উল্লেখ করেন: ’’সুতরাং তোমরা দুআ কর।’’
الترغيب في الدعاء بين الأذان والإقامة
(صحيح لغيره) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الدُّعَاءُ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ لاَ يُرَدُّ. رواه أبو داود والترمذي واللفظ له والنسائي وابن خزيمة وابن حبان في صحيحيهما وزاد: فادعوا
পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ
২৬৬. (সহীহ্ লি গাইরিহী) সাহল বিন সাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’দু’টি সময়ে আসমানের দরজা সমূহ খোলা হয় এবং কোন প্রার্থনাকারীর দু’আ খুব কমই ফিরিয়ে দেয়া হয়। তা হলঃ আযানের সময় ও জিহাদের কাতারে ।
অন্য বর্ণনায়ঃ
’’দু’টি বিষয় প্রত্যাখ্যাত হয় না, (অথবা বলেছেন, খুব কমই ফিরিয়ে দেয়া হয়) আযানের সময় দু’আ এবং যুদ্ধের সময়; যখন একজন অপরজনের সাথে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়ে যায়।’’
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ২৫৪, ইবনু হিব্বান ১৭১৭ ও ইবনু খুযায়মাহ ১/২১৯) তবে ইবনু হিব্বান বলেছেন: ’’সালাত উপস্থিত হওয়ার সময়।’’
উক্ত হাদীছটি হাকেমও বর্ণনা করেছেন এবং ছহীহ বলেছেন। আরো বর্ণনা করেছেন ইমাম মালেক মাওকূফ সূত্রে।
الترغيب في الدعاء بين الأذان والإقامة
(صحيح لغيره) وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ , وَقَلَّماَ تُرَدُّ عَلَي دَاعٍ دَعْوَتُهُ : حَضُوْرِ النِّدَاءِ، والصَّفِّ فِي سَبِيلِ اللهِ
وفي لفظ قال: ثِنْتَانِ لَا تُرَدَّانِ أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ وَعَنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا. رواه أبو داود وابن خزيمة وابن حبان
পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ
২৬৭. (সহীহ্) আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! মুআয্যিনগণ তো আমাদের চাইতে অধিক মর্যাদাশালী হয়ে গেলেন? তখন রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ’’তারা যেমন (আযানের শব্দগুলো) বলে তুমিও তার জবাব দাও। জবাব শেষে প্রার্থনা কর, যা চাইবে তোমাকে তাই দেয়া হবে।’’
(আবু দাউদ ৫২৪, নাসাঈ ৪৪, ইবনে হিব্বান ১৬৯৩ হাদীছটি বর্ণনা করেছেন)[1]
الترغيب في الدعاء بين الأذان والإقامة
(صحيح) وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ. رواه أبو داود والنسائي وابن حبان