২৬৭

পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ

২৬৭. (সহীহ্) আবদুল্লাহ বিন আমর (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! মুআয্যিনগণ তো আমাদের চাইতে অধিক মর্যাদাশালী হয়ে গেলেন? তখন রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ’’তারা যেমন (আযানের শব্দগুলো) বলে তুমিও তার জবাব দাও। জবাব শেষে প্রার্থনা কর, যা চাইবে তোমাকে তাই দেয়া হবে।’’

(আবু দাউদ ৫২৪, নাসাঈ ৪৪, ইবনে হিব্বান ১৬৯৩ হাদীছটি বর্ণনা করেছেন)[1]

الترغيب في الدعاء بين الأذان والإقامة

(صحيح) وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا فَقاَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ. رواه أبو داود والنسائي وابن حبان


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ