২৬৬

পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ

২৬৬. (সহীহ্ লি গাইরিহী) সাহল বিন সাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’দু’টি সময়ে আসমানের দরজা সমূহ খোলা হয় এবং কোন প্রার্থনাকারীর দু’আ খুব কমই ফিরিয়ে দেয়া হয়। তা হলঃ আযানের সময় ও জিহাদের কাতারে ।

অন্য বর্ণনায়ঃ

’’দু’টি বিষয় প্রত্যাখ্যাত হয় না, (অথবা বলেছেন, খুব কমই ফিরিয়ে দেয়া হয়) আযানের সময় দু’আ এবং যুদ্ধের সময়; যখন একজন অপরজনের সাথে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়ে যায়।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ ২৫৪, ইবনু হিব্বান ১৭১৭ ও ইবনু খুযায়মাহ ১/২১৯) তবে ইবনু হিব্বান বলেছেন: ’’সালাত উপস্থিত হওয়ার সময়।’’

উক্ত হাদীছটি হাকেমও বর্ণনা করেছেন এবং ছহীহ বলেছেন। আরো বর্ণনা করেছেন ইমাম মালেক মাওকূফ সূত্রে।

الترغيب في الدعاء بين الأذان والإقامة

(صحيح لغيره) وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاعَتَانِ تُفْتَحُ فِيهِمَا أَبْوَابُ السَّمَاءِ , وَقَلَّماَ تُرَدُّ عَلَي دَاعٍ دَعْوَتُهُ : حَضُوْرِ النِّدَاءِ، والصَّفِّ فِي سَبِيلِ اللهِ
وفي لفظ قال: ثِنْتَانِ لَا تُرَدَّانِ أَوْ قَلَّمَا تُرَدَّانِ الدُّعَاءُ عِنْدَ النِّدَاءِ وَعَنْدَ الْبَأْسِ حِينَ يُلْحِمُ بَعْضُهُمْ بَعْضًا. رواه أبو داود وابن خزيمة وابن حبان

(صحيح لغيره) وعن سهل بن سعد الساعدي قال: قال رسول الله صلى الله عليه وسلم ساعتان تفتح فيهما ابواب السماء , وقلما ترد علي داع دعوته : حضور النداء، والصف في سبيل الله وفي لفظ قال: ثنتان لا تردان او قلما تردان الدعاء عند النداء وعند الباس حين يلحم بعضهم بعضا. رواه ابو داود وابن خزيمة وابن حبان

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)