হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৬৫

পরিচ্ছেদঃ ৫) আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ে দু'আ করার প্রতি উদ্বুদ্ধকরণ

২৬৫. (সহীহ্ লি গাইরিহী) আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ’’আযান এবং এক্বামতের মধ্যবর্তী সময়ের দু’আ প্রত্যাখ্যাত হয় না ।’’

(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাঊদ ৫২১, তিরমিযী ২১২, নাসাঈ ৬৭, ইবনু হিব্বান ১৬৯৪ ও ইবনু খুযায়মাহ ১/২২২। এ হাদীসের শব্দ সমূহ তিরমিযী থেকে গৃহীত। ইবনু খুযাযমাহ হাদীসের শেষে একথা উল্লেখ করেন: ’’সুতরাং তোমরা দুআ কর।’’

الترغيب في الدعاء بين الأذان والإقامة

(صحيح لغيره) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الدُّعَاءُ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ لاَ يُرَدُّ. رواه أبو داود والترمذي واللفظ له والنسائي وابن خزيمة وابن حبان في صحيحيهما وزاد: فادعوا


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ