হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৭০
পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭০. (সহীহ্ লি গাইরিহী) ওমার বিন খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেনঃ আমি শুনেছি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে একথা বলতেঃ ’’যে ব্যাক্তি আল্লাহর উদ্দেশ্য মসজিদ নির্মাণ করবে- যেখানে আল্লাহর যিকির করা হয় (আল্লাহর ইবাদত করা হয়) আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।’’
হাদীছটি বর্ণনা করেছেন ইবনু মাজাহ ৭৩৫ ও ইবনু হিব্বান ১৬০৬ (সহীহ্) গ্রন্থে
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(صحيح لغيره) و عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ بَنَى لله مَسْجِدًا يُذْكَرُ فِيهِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، رواه ابن ماجه وابن حبان في صحيحه