পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ
২৭৪. (হাসান লি গাইরিহী) আয়েশা (রাঃ) হতে বর্ণিত হয়েছে। তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ’’যে ব্যাক্তি একটি মসজিদ তৈরী করবে, তা দ্বারা সে কোন রিয়া (মানুষকে দেখানোর উদ্দেশ্য) বা মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্য করবে না। তবে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর প্রস্ত্তত করবেন।
(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী [আওসাত] গ্রন্থে ৭০০৫)
الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها
(حسن لغيره) وروي عن عائشة رَضِيَ اللَّهُ عَنْهُا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال مَنْ بَنَى مَسْجِدًا لا يريدُ به رياءً ولا سُمْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه الطبراني في الأوسط
(حسن لغيره) وروي عن عاىشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال من بنى مسجدا لا يريد به رياء ولا سمعة بنى الله له بيتا في الجنة. رواه الطبراني في الاوسط
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)