২৬৯

পরিচ্ছেদঃ ৬) প্রয়োজনীয় স্থানে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধকরণ

২৬৯. (সহীহ্) আবু যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্  (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে ব্যাক্তি আল্লাহর ওয়াস্তে পাখির বাসার ন্যায় (অর্থাৎ ছোট আকারে) একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরী করবেন।’’

(قطاة) শব্দটির অর্থ হল তীতির পাখি, কবুতরের ন্যায় মরুভূমির এক প্রকার পাখি।

(হাদীছটি বর্ণনা করেছেন বাযযার ৪০১, ত্বাবরানী ২/১২০ [ছাগীর] গ্রন্থে এবং ইবনু হিব্বান ১৬০৮ (সহীহ্) গ্রন্থে। হাদীছটির বাক্য বাযযার থেকে গৃহীত)

الترغيب في بناء المساجد في الأمكنة المحتاجة إليها

(صحيح) وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا، قَدْرَ مَفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ. رواه البزار واللفظ له والطبراني في الصغير وابن حبان في صحيحه

صحيح وعن ابي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من بنى لله مسجدا قدر مفحص قطاة بنى الله له بيتا في الجنة رواه البزار واللفظ له والطبراني في الصغير وابن حبان في صحيحه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আত্ তারগীব ওয়াত্ তারহীব
৫. সালাত (كتاب الصلاة)