পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৬৫. মুহাম্মাদ ইবনু ইব্রাহীম আল বাসরী (রহ.) .... হাফসাহ (রাঃ) সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি সংক্ষিপ্তভাবে ফজরের দু' রাক’আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْبَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: قَرَأْتُ عَلَى عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ نَافِعٍ، عَنْ صَفِيَّةَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ يُصَلِّي رَكْعَتَيِ الْفَجْرِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۵۸۱۹) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1766 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Hafsah that: The Prophet (ﷺ) used to pray the two rak'ahs of Fajr, two brief rak'ahs.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৬৬. শু‘আয়ব ইবনু শু‘আয়ব ইবনু ইসহাক (রহ.) ..... হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) ফজরের ফরয সালাতের আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু' রাকআত সুন্নাত সালাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ شُعَيْبِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَتْنِي حَفْصَةُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْكَعُ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الْفَجْرِ ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: كِلَا الْحَدِيثَيْنِ عِنْدَنَا خَطَأٌ، وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1767 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
Ibn 'Umar said: Hafsah told me that The Messenger of Allah (ﷺ) used to pray two brief rak'ahs between the call (the Adhan) and the Iqamah for Fajr prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৬৭. ইসহাক ইবনু মানসূর (রহ.) ..... হাফসাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) ফজরের আযান এবং ফরয সালাতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু' রাকআত সুন্নাত সালাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكَعُ بَيْنَ النِّدَاءِ وَالصَّلَاةِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1768 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn 'Umar that Hafsah said: The Messenger of Allah (ﷺ) used to pray two brief rak'ahs between the call (the Adhan) and the prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৬৮. হিশাম ইবনু ‘আম্মার (রহ.) ..... হাফসাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) ফজরের আযান এবং ইকামাতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু' রাকআত ফজরের সুন্নাত সালাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ حَمْزَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: هُوَ وَنَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ رَكْعَتَيِ الْفَجْرِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1769 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Abu Salamah and Nafi', from Ibn Umar, from Hafsah that: The Prophet (ﷺ) used to pray two brief rak'ahs between the call (The adhan) and the Iqamah, the two rak'ahs of Fajr.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৬৯. ইসহাক ইবনু মানসূর (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। হাফসাহ (রাঃ) তাঁকে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সা.) ফজরের আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু' রাকআত ফজরের সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِينَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُ، أَنَّ حَفْصَةَ حَدَّثَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الصُّبْحِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1770 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
Ibn Umar narrated that Hafsah had told him that the: Messenger of Allah (ﷺ) used to pray two brief rak'ahs between the adhan and the Iqamah of Subh prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭০. ইয়াহইয়া ইবনু মুহাম্মাদ (রহ.) ..... ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হাফসাহ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রসূলুল্লাহ (সা.) ফজরের (ফরয) সালাতের পূর্বে দু' রাক'আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، قَالَ إِسْمَاعِيلُ: حَدَّثَنَا، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي قَبْلَ الصُّبْحِ رَكْعَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1771 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated that Ibn 'Umar said: Hafsah told me that the Messenger of Allah (ﷺ) used to pray two rak'ahs beore Subh.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭১. মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু 'আবদুল হাকাম (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। হাফসাহ (রাঃ) তাঁকে অবহিত করেছেন যে, যখন ফজরের আযান দেয়া হত তখন রসূলুল্লাহ (সা.) ফজরের আগে দু' রাকআত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: أَنْبَأَنَا إِسْحَاقُ بْنُ الْفُرَاتِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَنْبَأَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا نُودِيَ لِصَلَاةِ الصُّبْحِ سَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1772 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn 'Umar that Hafsah told him: When he was called to Subh prayer, the Messenger of Allah (ﷺ) would do two prostrations before Subh prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭২. আবদুল্লাহ ইবনু ইসহাক (রহ.)… ইবনু উমার (রাঃ) এর সূত্রে উম্মুল মু’মিনীন হাফসাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি তাঁকে খবর দিয়েছেন, ফজরের আযান দিয়ে মুয়াযযিন চুপ হয়ে গেলে রসূলুল্লাহ (সা.) সংক্ষিপ্তভাবে দু' রাক'আত ফজরের সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1773 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn 'Umar that Hafsah, the Mother of the Believers, : Told him that when the Muaddhin fell silent, Allah's Messenger (ﷺ) would pray two brief rak'ahs.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৩. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.)… আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। উম্মুল মু’মিনীন হাফসাহ (রাঃ) তাকে খবর দিয়েছেন যে, মুয়াযযিন ফজরের সালাতের আযান থেকে অবসর হয়ে গেলে এবং সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে ফজরের ফরয সালাত শুরু হওয়ার আগে রসূলুল্লাহ (সা.) সংক্ষিপ্তভাবে দু রাক’আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ حَفْصَةَ أُمَّ الْمُؤْمِنِينَ أَخْبَرَتْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنَ الْأَذَانِ لِصَلَاةِ الصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلَاةُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1774 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from 'Abdullah bin Umar that Hafsah, the Mother of the Believers, told him: that when the Muaddhin fell silent following the call to Subh prayer and dawn had broken, he would pray two brief rak'ahs before getting up to pray.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৪. ইসমাঈল ইবনু মাস’উদ (রহ.).. আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার বোন হাফসাহ (রাঃ) বর্ণনা করেছেন যে, নবী (সা.) ফজরের ফরয সালাতের আগে সংক্ষিপ্তভাবে দু’ রাক’আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَتْنِي أُخْتِي حَفْصَةُ، أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1775 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated that Abdullah said: My sister Hafsah told me that he used to pray two brief rak'ahs before Fajr.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৫. মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহ.)… হাফসাহ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) সুবহে সাদিক উদয় হওয়ার পর ফজরের দু' রাক'আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ إِذَا طَلَعَ الْفَجْرُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1776 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Abdullah bin Umar, from Hafsah, that: The Messenger of Allah (ﷺ) used to pray two rak'ahs when dawn had broken.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৬. আহমাদ ইবনু আবদুল্লাহ ইবনুল হাকাম (রহ.) ..... হাফসাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) সুবহে সাদিক উদয় হওয়ার পর সংক্ষিপ্তভাবে ফজরের দু' রাকআত সুন্নাত ব্যতীত (ফজর সালাতের পূর্বে) অন্য কোন সালাত আদায় করতেন না।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زَيْدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا طَلَعَ الْفَجْرُ لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1777 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn Umar that Hafsah said: When dawn came, the Messenger of Allah (ﷺ) would not pray anything but two brief rak'ahs.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৭. কুতায়বাহ ইবনু সাঈদ (রহ.) ..... হাফসাহ (রাঃ)-এর সূত্রে রসূলুল্লাহ (সা.) হতে বর্ণিত। তিনি (সা.) ফজরের আযান দেয়া হলে ফজরের ফরয সালাত আদায় করার জন্যে মসজিদে যাওয়ার পূর্বে সংক্ষিপ্তভাবে দু' রাক'আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا نُودِيَ لِصَلَاةِ الصُّبْحِ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ يَقُومَ إِلَى الصَّلَاةِ ، وَرَوَى سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1778 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn Umar, from Hafsah, that: When the call to Subh prayer was given, the Messenger of Allah (ﷺ) would pray two brief rak'ahs before going to pray.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৮. ইসহাক ইবনু ইব্রাহীম (রহ.) ..... সালিম (রহ.) হতে বর্ণিত, ইবনু 'উমার (রাঃ) বলেছেন, হাফসাহ্ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রসূলুল্লাহ (সা.) ফজরের (ফরয সালাতের) আগে দু' রাক'আত সুন্নাত আদায় করতেন এবং তা সুবহে সাদিক উদয় হওয়ার পরে আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، قَالَ ابْنُ عُمَرَ: أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، وَذَلِكَ بَعْدَ مَا يَطْلُعُ الْفَجْرُ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1779 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
Ibn Umar said: Hafsah told me that the Messenger of Allah (ﷺ) used to pray two brief rak'ahs before Fajr, and that was after dawn had broken.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭৯. হুসায়ন ইবনু ‘ঈসা (রহ.) ..... সালিম সূত্রে তার পিতা ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হাফসাহ্ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, রসূলুল্লাহ (সা.) সুবহে সাদিক প্রকাশিত হয়ে গেলে দু' রাক’আত ফজরের সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَتْنِيحَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَضَاءَ لَهُ الْفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1780 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Salim that his father said: Hafsah told me that when dawn glowed, the Messenger of Allah (ﷺ) would pray two rak'ahs.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৮০. মাহমূদ ইবনু খালিদ (রহ.) ..... ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) ফজরের আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে সংক্ষিপ্তভাবে দু' রাক'আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ أَبِي عَمْرٍو، عَنْ يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الْفَجْرِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۷۵۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1781 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Aishah that: The Messenger of Allah (ﷺ) used to pray two brief rak'ahs between the Adhan and Iqamah for Fajr prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৮১. ইসমাঈল ইবনু মাসউদ (রহ.) ..... আবু সালামাহ (রহ.) হতে বর্ণিত। তিনি আয়িশাহ্ (রাঃ)-কে রসূলুল্লাহ (সা.) -এর রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন- রসূলুল্লাহ (সা.) তের রাক’আত সালাত আদায় করতেন। প্রথমে আট রাকআত সালাত আদায় করতেন। তারপরে বিতরের সালাত আদায় করতেন। অতঃপর বসা অবস্থায় দু' রাকআত সালাত আদায় করতেন। যখন রুকূতে যাওয়ার মনস্থ করতেন দাঁড়িয়ে যেতেন। অতঃপর রুকূতে যেতেন। আর ফজরের আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দু' রাক'আত সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ سَأَلَعَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، قَالَتْ: كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي ثَمَانَ رَكَعَاتٍ ثُمَّ يُوتِرُ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ فِي صَلَاةِ الصُّبْحِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۷۵۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1782 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Abu Salamah that : He asked Aishah about the prayer of the Messenger of Allah (ﷺ) at night. She said: He used to pray thirteen rak'ahs. He would pray eight rak'ahs then pray witr, then pray two rak'ahs sitting down. When he wanted to bow he would stand and bow, and he prayed two rak'ahs between the adhan and iqamah of subh prayer.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৮২. আহমাদ ইবনু নাসর (রহ.) ..... ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (সা.) ফজরের আযান শুনতে পেলে দু' রাকআত সুন্নাত আদায় করতেন এবং তা সংক্ষিপ্তভাবে আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا عَثَّامُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي رَكْعَتَيِ الْفَجْرِ إِذَا سَمِعَ الْأَذَانَ وَيُخَفِّفُهُمَا ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۵۴۸۴) (صحیح) (اوپر کی حدیث سے تقویت پاکر یہ حدیث صحیح ہے)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1783 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated that Ibn 'Abbas said: The Prophet (ﷺ) used to pray two rak'ahs of Fajr when he heard the Adhan and he made them brief.
পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৮৩. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... যুহরী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, একদা রসূলুল্লাহ (সা.) -এর দরবারে শুরাইহ আল হাযরামী (রাঃ)-এর আলোচনা হলো। রসূলুল্লাহ (সা.) বললেন, সে এমন এক ব্যক্তি যে কুরআনকে বালিশ বানায় না (অর্থাৎ সে কুরআন না পড়ে ঘুমায় না বরং যত্নের সঙ্গে রাতে কুরআন পাঠ করে থাকে)।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، أَنَّ شُرَيْحًا الْحَضْرَمِيَّ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ذَاكَ رَجُلٌ لَا يَتَوَسَّدُ الْقُرْآنَ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۳۸۰۲)، مسند احمد ۳/۴۴۹ (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1784 - صحيح الإسناد
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated that Az-Zuhri said: As-Sa'ib bin Yazid told me that Shuraih Al-Hadrami was mentioned in the presence of the Messenger of Allah (ﷺ), and the Messenger of Allah (ﷺ) said: He does not sleep on the Qur'an.