পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য
১৭৭২. আবদুল্লাহ ইবনু ইসহাক (রহ.)… ইবনু উমার (রাঃ) এর সূত্রে উম্মুল মু’মিনীন হাফসাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি তাঁকে খবর দিয়েছেন, ফজরের আযান দিয়ে মুয়াযযিন চুপ হয়ে গেলে রসূলুল্লাহ (সা.) সংক্ষিপ্তভাবে দু' রাক'আত ফজরের সুন্নাত আদায় করতেন।
باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۵۸۴ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1773 - صحيح
The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'
It was narrated from Ibn 'Umar that Hafsah, the Mother of the Believers, : Told him that when the Muaddhin fell silent, Allah's Messenger (ﷺ) would pray two brief rak'ahs.