পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২১. হাবীব ইবনু সালিহ বলেন: খালিদ ইবনু মা’দানকে আমি যত বেশি ভয় পাই, আর কোনও লোককে আমি এতো বেশি ভয় পাই না।[1]
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক ।)
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ، عَنْ بَقِيَّةَ، قَالَ: حَدَّثَنِي حَبِيبُ بْنُ صَالِحٍ، قَالَ: مَا خِفْتُ أَحَدًا مِنَ النَّاسِ، مَخَافَتِي خَالِدَ بْنَ مَعْدَانَ
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২২. মুগীরাহ বলেন: আমরা ইবরাহীমকে ঠিক তেমনই শ্রদ্ধা/ভয় করতাম, যেমন আমীর (শাসক) কে শ্রদ্ধা/ভয় করতাম।[1]
তাখরীজ: ফাসাওয়ী, আল মারিফাহ ২/৬০৪; খতীব, আলজামি’ নং ২৯৭।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُغِيرَةَ، قَالَ: كُنَّا نَهَابُ إِبْرَاهِيمَ هَيْبَةَ الْأَمِيرِ
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৩. আইয়ুব বলেন: একদিন সাঈদ ইবনু জুবাইর একটি হাদীস বর্ণনা করলেন। তারপর (অন্য সময়) আমি তার নিকট গিয়ে সেটি আবার বলার জন্য তাঁকে অনুরোধ করলাম [1]। তিনি তখন বললেন: ’আমি সর্বদা কেবল দুগ্ধ দোহন করার সময়ই পান করি’ (সময়মত হাদীস বর্ণনা করি, যখন তখন নয়)।[2]
[2] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ৯/১০৫ নং ৬৬৮৮; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৭৮০; খতীব, আলজামি’ নং ৯৭৪।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، قَالَ: حَدَّثَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ، يَوْمًا بِحَدِيثٍ، فَقُمْتُ إِلَيْهِ فَاسْتَعَدْتُهُ، فَقَالَ: مَا كُلَّ سَاعَةٍ أَحْلُبُ فَأُشْرَبُ
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৪. আতা বলেন: আবু আব্দুর রহমান (আস সুলামী) রাস্তার উপর হাদীস বর্ণনা করা অপছন্দ করতেন।[1]
তাখরীজ: খতীব, আল জামি’ নং ৩৯৫।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ الْمُغِيرَةِ، وَيَحْيَى بْنُ ضُرَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي قَيْسٍ، عَنْ عَطَاءٍ، أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ كَرِهَ الْحَدِيثَ فِي الطَّرِيقِ
في إسناده علتان: ضعف محمد بن حميد وسماع عمرو بن أبي قيس متأخر من عطاء
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৫. হাবীব ইবনু আবী ছাবিত বলেন: আমরা সাঈদ ইবনু জুবাইর এর নিকট ছিলাম তখন তিনি একটি হাদীস বর্ণনা করলেন। অত:পর কোনো এক ব্যক্তি তাকে বলল, কে এ হাদীস আপনাকে বর্ণনা করেছে?- কিংবা, আপনি এ হাদীস কার নিকট শুনেছেন? তখন তিনি রাগান্বিত হলেন এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করা হতে বিরত রইলেন, এমনকি তিনি উঠে পড়লেন।[1]
তাখরীজ: (মুহাক্কিক্ব এর কোনো তাখরীজ দেননি- অনুবাদক ।)
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ ضُرَيْسٍ، حَدَّثَنَا أَبُو سِنَانٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ: كُنَّا عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، " فَحَدَّثَ بِحَدِيثٍ، فَقَالَ لَهُ رَجُلٌ: مَنْ حَدَّثَكَ هَذَا - أَوْ مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ - فَغَضِبَ وَمَنَعَنَا حَدِيثَهُ حَتَّى قَامَ
إسناده جيد
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৬. যুহরী হতে বর্ণিত, আবু সালামাহ বলেন: আমি যদি ইবনু আব্বাসের সাহচার্য লাভ করতে পারতাম তবে আমি তাঁর থেকে অনেক ইলম অর্জন করতে পারতাম।”[1]
তাখরীজ: ফাসাওয়ী, আল মারিফাহ ১/৫৫৯; খতীব, আল জামি’ নং ৩৮৫; দেখুন জামি’ বায়ানিল ইলম ১/১৫৬ ও পরবর্তী ৫৮৭ নং হাদীস।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: لَوْ رَفَقْتُ بِابْنِ عَبَّاسٍ، لَأَصَبْتُ مِنْهُ عِلْمًا كَثِيرًا
إسناده صحيح
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৭. উম্মু আব্দুল্লাহ বিনতে খালিদ বলেন: আমি আমার পিতার চেয়ে ইলমকে অধিক সম্মান করতে আর কাউকে দেখিনি।[1]
তাখরীজ: আহমদ, আল জামি’ ফিল ইলাল ১/৩১৭ নং ২৪০৯; বুখারী, আল কাবীর ৩/১৭৬; এর সনদ সহীহ।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَنبَأَنَا بَقِيَّةُ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، قَالَتْ: «مَا رَأَيْتُ أَحَدًا أَكْرَمَ لِلْعِلْمِ مِنْ أَبِي
إسناده ضعيف بقية بن الوليد مدلس وقد عنعن