কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪২৭
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৭. উম্মু আব্দুল্লাহ বিনতে খালিদ বলেন: আমি আমার পিতার চেয়ে ইলমকে অধিক সম্মান করতে আর কাউকে দেখিনি।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ। বাকীয়াহ বিন ওয়ালিদ মুদাল্লিস সে ‘আন‘আন পদ্ধতিতে বর্ণনা করেছেন। (তবে অন্য একটি সহীহ সনদে অনুরূপ বর্ণিত হয়েছে। তাখরীজ দেখুন।- অনুবাদক)
তাখরীজ: আহমদ, আল জামি’ ফিল ইলাল ১/৩১৭ নং ২৪০৯; বুখারী, আল কাবীর ৩/১৭৬; এর সনদ সহীহ।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَنبَأَنَا بَقِيَّةُ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، قَالَتْ: «مَا رَأَيْتُ أَحَدًا أَكْرَمَ لِلْعِلْمِ مِنْ أَبِي إسناده ضعيف بقية بن الوليد مدلس وقد عنعن