পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে
৪২৮. আওযাঈ সুলাইমান্ বিন মুসা হতে বর্ণনা করেন, তিনি বলেন: আমি তাউসকে বললাম: অমুক ব্যক্তি আমাকে এমন এমন হাদীস বর্ণনা করেছেন। তিনি বললেন: সে যদি তোমার দীর্ঘদিনের সাথী হয়, তবে তার নিকট হতে হাদীস গ্রহণ করতে পারো।[1]
بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، عَنْ عِيسَى بْنِ يُونُسَ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، قَالَ: قُلْتُ لِطَاوُسٍ: إِنَّ فُلَانًا حَدَّثَنِي بِكَذَا وَكَذَا: قَالَ إِنْ كَانَ صَاحِبُكَ مَلِيًّا، فَخُذْ عَنْهُ
إسناده حسن من أجل سليمان بن موسى الأموي
اخبرنا محمد بن المبارك، عن عيسى بن يونس، عن الاوزاعي، عن سليمان بن موسى، قال: قلت لطاوس: ان فلانا حدثني بكذا وكذا: قال ان كان صاحبك مليا، فخذ عنه
اسناده حسن من اجل سليمان بن موسى الاموي
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান সুলাইমান বিন মুসার কারণে।
তাখরীজ: উকাইলী, আদ দুয়াফা ১/১২; আবী যুর’আহ, তারীখ নং ৬০১; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৪২৬; খতীব, আল কিফায়াহ পৃ: ১৩২ যয়ীফ সনদে।... সামনে অপর একটি হাদীস আসছে ৪৩৯ নং এ।
তাখরীজ: উকাইলী, আদ দুয়াফা ১/১২; আবী যুর’আহ, তারীখ নং ৬০১; রমহরমুযী, আল মুহাদ্দিসুল ফাসিল নং ৪২৬; খতীব, আল কিফায়াহ পৃ: ১৩২ যয়ীফ সনদে।... সামনে অপর একটি হাদীস আসছে ৪৩৯ নং এ।
হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)