হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৪২৬
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৬. যুহরী হতে বর্ণিত, আবু সালামাহ বলেন: আমি যদি ইবনু আব্বাসের সাহচার্য লাভ করতে পারতাম তবে আমি তাঁর থেকে অনেক ইলম অর্জন করতে পারতাম।”[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: ফাসাওয়ী, আল মারিফাহ ১/৫৫৯; খতীব, আল জামি’ নং ৩৮৫; দেখুন জামি’ বায়ানিল ইলম ১/১৫৬ ও পরবর্তী ৫৮৭ নং হাদীস।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا أَبُو مَعْمَرٍ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: لَوْ رَفَقْتُ بِابْنِ عَبَّاسٍ، لَأَصَبْتُ مِنْهُ عِلْمًا كَثِيرًا إسناده صحيح