কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৪২৪
পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে
৪২৪. আতা বলেন: আবু আব্দুর রহমান (আস সুলামী) রাস্তার উপর হাদীস বর্ণনা করা অপছন্দ করতেন।[1]
[1] তাহক্বীক্ব: এ সনদে দু’টি ত্রুটি বিদ্যমান। মুহাম্মদ ইবনু হামীদ যয়ীফ এবং আতা হতে আমর বিন আবী কায়েস কিছু শ্রবণ করা হতে পিছিয়ে রয়েছেন।
তাখরীজ: খতীব, আল জামি’ নং ৩৯৫।
بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا هَارُونُ هُوَ ابْنُ الْمُغِيرَةِ، وَيَحْيَى بْنُ ضُرَيْسٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي قَيْسٍ، عَنْ عَطَاءٍ، أَنَّ أَبَا عَبْدِ الرَّحْمَنِ كَرِهَ الْحَدِيثَ فِي الطَّرِيقِ في إسناده علتان: ضعف محمد بن حميد وسماع عمرو بن أبي قيس متأخر من عطاء