৪২৫

পরিচ্ছেদঃ ৩৭. ’আলিমগণকে মর্যাদা প্রদান প্রসঙ্গে

৪২৫. হাবীব ইবনু আবী ছাবিত বলেন: আমরা সাঈদ ইবনু জুবাইর এর নিকট ছিলাম তখন তিনি একটি হাদীস বর্ণনা করলেন। অত:পর কোনো এক ব্যক্তি তাকে বলল, কে এ হাদীস আপনাকে বর্ণনা করেছে?- কিংবা, আপনি এ হাদীস কার নিকট শুনেছেন? তখন তিনি রাগান্বিত হলেন এবং আমাদের নিকট হাদীস বর্ণনা করা হতে বিরত রইলেন, এমনকি তিনি উঠে পড়লেন।[1]

بَابٌ فِي تَوْقِيرِ الْعُلَمَاءِ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِمْرَانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ ضُرَيْسٍ، حَدَّثَنَا أَبُو سِنَانٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ: كُنَّا عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، " فَحَدَّثَ بِحَدِيثٍ، فَقَالَ لَهُ رَجُلٌ: مَنْ حَدَّثَكَ هَذَا - أَوْ مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ - فَغَضِبَ وَمَنَعَنَا حَدِيثَهُ حَتَّى قَامَ إسناده جيد


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ