পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭২১-[২৪] উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যাকারিয়া আলায়হিস সালাম ছুতোর (কাঠ) মিস্ত্রি ছিলেন। (মুসলিম)
الفصل الاول (بَاب بدءالخلق وَذِكْرِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ)
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَانَ زَكَرِيَّاء نجارا» . رَوَاهُ مُسلم
رواہ مسلم (169 / 2379)، (6162) ۔
(صَحِيح)
ব্যাখ্যা: (نجارا) কাঠমিস্ত্রী। অর্থাৎ তিনি কাঠ কাটতেন এবং তা দিয়ে বস্তু তৈরি করে নিজ হাতে উপার্জন করে খেতেন। মুল্লা ‘আলী (রহিমাহুল্লাহ) বলেন, এই হাদীস এবং পূর্বে বর্ণিত দাউদ আলায়হিস সালাম-এর কর্মের হাদীস থেকে প্রমাণিত হয় যে, উপার্জন করা নবীদের সুন্নাত। এটা আল্লাহ তা'আলার ওপর ভরসার পরিপন্থী নয়। (মিরক্বাতুল মাফাতীহ)