পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন
৬৪৪. (সহীহ্) ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা হল, যে সারা রাত ঘুমিয়ে সকাল করেছে।[1] তিনি বললেন, এটা এমন লোক শয়তান যার দু’কানে পেশাব করেছে। অথবা বলেছেন, তার কানে পেশাব করেছে।’’
(হাদীছটি বর্ণনা করেছেন বুখারী ১১৪৪, মুসলিম ৭৭৪, নাসাঈ ৩/২০৪ ও ইবনে মাজাহ্ ১৩৩০, আহমাদ ১/৪২৭)
ইবনে মাজাহ বলেনঃ ’’তার দু’কানে’’। তিনি লিবচন শব্দ ব্যবহার করেছেন। তিনি ’অথবা’ উল্লেখ করেননি।
الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل
(صحيح) عن ابن مسعود رَضِيَ اللَّهُ عَنْهُ قال: ذكر عند النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ نَامَ لَيْلَهُ حَتَّى أَصْبَحَ قَالَ ذَاكَ رَجُلٌ بَالَ الشَّيْطَانُ فِي أُذُنَيْهِ أَوْ قَالَ فِي أُذُنِهِ.رواه البخاري ومسلم والنسائي وابن ماجه
পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন
৬৪৫. (সহীহ লি গাইরিহী) পূর্বের হাদীছটি ইমাম আহমাদ সহীহ সনদে আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছেঃ ’তার এক কানে’ এখানে তিনি একবচন শব্দ ব্যবহার করেছেন। ’অথবা’ উল্লেখ করেননি। তিনি হাদীছের শেষাংশে উল্লেখ করেছেনঃ
’’আল্লাহর শপথ শয়তানের পেশাব খুবই ভারী।’’
الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل
(صحيح لغيره) ورواه أحمد بإسناد صحيح عن أبي هريرة وقالفي أذنه على الإفراد من غير شك وزاد في آخرهقال الحسن إن بوله والله ثقيل
পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন
৬৪৬. (সহীহ্) আবদুল্লাহ বিন আমর বিন আ’স (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’হে আবদুল্লাহ! তুমি উমুক লোকের মত হয়ো না, যে লোক রাতে উঠে নামায পড়তো, কিন্তু এখন তা ছেড়ে দিয়েছে।’’
(বুখারী ১১৫২, মুসলিম ১১৫৯ ও নাসাঈ প্রমূখ হাদীছটি বর্ণনা করেছেন)
الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل
(صحيح) وَعَنْ عبد الله بن عمرو بن العاص رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال قال لي رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا عَبْدَ اللهِ لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ.رواه البخاري ومسلم والنسائي وغيرهم
পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন
৬৪৭. (সহীহ্) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’তোমাদের কোন ব্যক্তি রাত্রে নিদ্রা গেলে শয়তান তার ঘাড়ে তিনটি গিরা দেয়। প্রতিটি গিরা দেয়ার সময় ফুঁ দিয়ে বলে, এখনো দীর্ঘ রাত অবশিষ্ট। সুতরাং ঘুমিয়ে থাক। সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, তবে একটি গিরা খুলে যায়, ওযু করলে দ্বিতীয় গিরা খুলে যায়। আর নামায আদায় করলে সবগুলো গিরা খুলে যায়। তখন প্রফুল্ল ও পবিত্র মন নিয়ে তার ভোর হয়, অন্যথা অলস ও অপবিত্র মন নিয়ে তার ভোর হয়।’’
(ইমাম মালেক ৬০৫, বুখারী ১১৪২, মুসলিম, আবু দাউদ ১৩০৬, নাসাঈ ও ইবনে মাজাহ্ ১৩২৯ হাদীছটি বর্ণনা করেছেন)
(সহীহ্) ইবনে মাজাহর বর্ণনায় বলা হয়েছেঃ
فَيُصْبِحُ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ ، قَدْ أَصَابَ خَيْرًا ، وَإِنْ لَمْ يَفْعَلْ أَصْبَحَ كَسِلانَ خَبِيثَ النَّفْسِ ، لَمْ يُصِبْ خَيْرًا.)".
’’প্রফুল্ল ও পবিত্র মন নিয়ে তার সকাল হয় এবং প্রভূত কল্যাণ সে লাভ করে। আর এরূপ না করলে অলস ও অপবিত্র মন নিয়ে তার সকাল হয় কোন কল্যাণই সে লাভ করতে পারে না।’’
الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل
(صحيح) وَعَنْ أبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ؛ يَضْرِبُ عَلَى كُلِّ عُقْدَةٍ، عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِن اسْتَيْقَظَ فَذَكَرَ الله انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ .رواه مالك والبخاري ومسلم وأبو داود والنسائي وابن ماجه
পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন
৬৪৮. (সহীহ্) জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে কোন পুরুষ বা নারী রাত্রে যখন নিদ্রা যায় তখন তার মাথায় রশিতে গিরা বেঁধে দেয়া হয়। যখন সে ওযু করে ও নামাযে দন্ডায়মান হয়, তখন প্রফুল্ল অবস্থায় সকাল করে ও কল্যাণ লাভ করে এবং সবগুলো গিরা খুলে যায়। আর যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ না করে, তখন গিরা থাকা অবস্থায় তার ভোর হয় এবং ভারী ও অলস থাকে। আর কোন কল্যাণ সে লাভ করতে পারে না।’’
(ইবনে খুযায়মা ও ইবনে হিব্বান ২৫৫৬, এ বাক্যগুলো ইবনে হিব্বানের)
الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل
(صحيح) وَعَنْه (يعني جابرا) رَضِيَ اللَّهُ عَنْهُ أيضا أنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: ما من مسلم ذكر ولا أنثى ينام إلا وعليه جرير معقود فإن هو توضأ وقام إلى الصلاة أصبح نشيطا قد أصاب خيرا وقد انحلت عقده كلها وإن استيقظ ولم يذكر الله أصبح وعقده عليه وأصبح ثقيلا كَسِلانَ لَمْ يُصِبْ خَيْرًا. رواه ابن خزيمة وابن حبان