হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৬৪৬

পরিচ্ছেদঃ ১৩) রাতে কিছু সময় ক্বিয়ামুল্লাইল না করে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকার প্রতি ভীতি প্রদর্শন

৬৪৬. (সহীহ্) আবদুল্লাহ বিন আমর বিন আ’স (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে রাসুলুল্লাহ (সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’হে আবদুল্লাহ! তুমি উমুক লোকের মত হয়ো না, যে লোক রাতে উঠে নামায পড়তো, কিন্তু এখন তা ছেড়ে দিয়েছে।’’

(বুখারী ১১৫২, মুসলিম ১১৫৯ ও নাসাঈ প্রমূখ হাদীছটি বর্ণনা করেছেন)

الترهيب من نوم الإنسان إلى الصباح وترك قيام شيء من الليل

(صحيح) وَعَنْ عبد الله بن عمرو بن العاص رَضِيَ اللَّهُ عَنْهُمَا قال قال لي رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَا عَبْدَ اللهِ لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ.رواه البخاري ومسلم والنسائي وغيرهم