পরিচ্ছেদঃ জামাআতের সাথে নামায আদায়ের ফজীলত

৩৮৫) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ একাকী নামায আদায়ের চেয়ে জামআতের সাথে নামায আদায়ের ছাওয়াব সাতাইশ গুণ বেশী।

باب فَضْلِ صَلاَةِ الْجَمَاعَةِ

৩৮৫ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ صَلاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً. (بخارى:৬৪৫)

৩৮৫ عن ابن عمر رضي الله عنهما ان رسول الله قال صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة بخارى৬৪৫

Superiority of the congregational Salat (prayer)


Narrated `Abdullah bin `Umar:

Allah's Messenger (ﷺ) said, "The prayer in congregation is twenty seven times superior to the prayer offered by person alone."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)