পরিচ্ছেদঃ ২৯৭. ‘আসরের ফরয সালাতের পূর্বে সালাত আদায় করা প্রসঙ্গে
১২৭১। ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ এমন ব্যক্তির উপর অনুগ্রহ করেন, যে ’আসরের পূর্বে চার রাক’আত সালাত আদায় করে।[1]
হাসান।
باب الصَّلَاةِ قَبْلَ الْعَصْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الْقُرَشِيُّ، حَدَّثَنِي جَدِّي أَبُو الْمُثَنَّى، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " رَحِمَ اللهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا " .
- حسن
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: May Allah show mercy to a man who prays four rak'ahs before the afternoon prayer.
পরিচ্ছেদঃ ২৯৭. ‘আসরের ফরয সালাতের পূর্বে সালাত আদায় করা প্রসঙ্গে
১২৭২। ’আলী (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আসরের পূর্বে দু’ রাক’আত সালাত আদায় করতেন।[1]
হাসান, তবে (চার রাক’আত) শব্দযোগে।
باب الصَّلَاةِ قَبْلَ الْعَصْرِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلَامُ أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ يُصَلِّي قَبْلَ الْعَصْرِ رَكْعَتَيْنِ .
- حسن، لكن بلفظ (أربع ركعات)
Narrated 'Ali:
That the Prophet (ﷺ) used to pray two rak'ahs before the 'Asr prayer.