১২৭২

পরিচ্ছেদঃ ২৯৭. ‘আসরের ফরয সালাতের পূর্বে সালাত আদায় করা প্রসঙ্গে

১২৭২। ’আলী (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আসরের পূর্বে দু’ রাক’আত সালাত আদায় করতেন।[1]

হাসান, তবে (চার রাক’আত) শব্দযোগে।

باب الصَّلَاةِ قَبْلَ الْعَصْرِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلَامُ أَنَّ النَّبِيَّ صلي الله عليه وسلم كَانَ يُصَلِّي قَبْلَ الْعَصْرِ رَكْعَتَيْنِ ‏.‏ - حسن، لكن بلفظ (أربع ركعات)


Narrated 'Ali: That the Prophet (ﷺ) used to pray two rak'ahs before the 'Asr prayer.


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ