পরিচ্ছেদঃ ৫১১- বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা।

১১০৮। মুজাহিদ (রহঃ) বলেন ইবনে উমার (রাঃ) বিপণী বিতানে প্রবেশের জন্য অনুমতি চাইতেন না।

بَابُ الاسْتِئْذَانِ فِي حَوَانِيتِ السُّوقِ

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ‏:‏ كَانَ ابْنُ عُمَرَ لاَ يَسْتَأْذِنُ عَلَى بُيُوتِ السُّوقِ‏.‏

حدثنا ابو نعيم، قال‏:‏ حدثنا سفيان، عن ابن عون، عن مجاهد قال‏:‏ كان ابن عمر لا يستاذن على بيوت السوق‏.‏


Mujahid said, "Ibn 'Umar did not ask permission to enter shops in the market."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা

পরিচ্ছেদঃ ৫১১- বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা।

১১০৯। আতা (রহঃ) বলেন, ইবনে উমার (রাঃ) বস্ত্র ব্যবসায়ীদের শামিয়ানায় প্রবেশের জন্য অনুমতি চাইতেন।

بَابُ الاسْتِئْذَانِ فِي حَوَانِيتِ السُّوقِ

حَدَّثَنَا أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ‏:‏ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ‏:‏ كَانَ ابْنُ عُمَرَ يَسْتَأْذِنُ فِي ظُلَّةِ الْبَزَّازِ‏.‏

حدثنا ابو حفص بن علي، قال‏:‏ حدثنا الضحاك بن مخلد، عن ابن جريج، عن عطاء قال‏:‏ كان ابن عمر يستاذن في ظلة البزاز‏.‏


'Ata' said, "Ibn 'Umar used to ask permission to enter market-stalls."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে