১১০৯

পরিচ্ছেদঃ ৫১১- বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা।

১১০৯। আতা (রহঃ) বলেন, ইবনে উমার (রাঃ) বস্ত্র ব্যবসায়ীদের শামিয়ানায় প্রবেশের জন্য অনুমতি চাইতেন।

بَابُ الاسْتِئْذَانِ فِي حَوَانِيتِ السُّوقِ

حَدَّثَنَا أَبُو حَفْصِ بْنُ عَلِيٍّ، قَالَ‏:‏ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ قَالَ‏:‏ كَانَ ابْنُ عُمَرَ يَسْتَأْذِنُ فِي ظُلَّةِ الْبَزَّازِ‏.‏

حدثنا ابو حفص بن علي، قال‏:‏ حدثنا الضحاك بن مخلد، عن ابن جريج، عن عطاء قال‏:‏ كان ابن عمر يستاذن في ظلة البزاز‏.‏


'Ata' said, "Ibn 'Umar used to ask permission to enter market-stalls."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
দেখা-সাক্ষাতের জন্য অনুমতি প্রার্থনা