পরিচ্ছেদঃ ৫/১১. সালাতাবস্থায় কোমরে হাত রাখা মাকরূহ (অপছন্দনীয়)
৩১৭. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, কোমরে হাত রেখে সালাত আদায় করতে লোকদের নিষেধ করা হয়েছে।
সহীহুল বুখারী, পর্ব ২১; সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অধ্যায় ১৭, হাঃ ১২২০; মুসলিম, পর্ব ৫মাসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১১, হাঃ ৫৪৫
كراهة الاختصار في الصلاة
حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ نُهِيَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا
حديث ابي هريرة رضي الله عنه قال نهي ان يصلي الرجل مختصرا
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৫/ মাসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা (كتاب المساجد ومواضع الصلاة)