হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩১৭
পরিচ্ছেদঃ ৫/১১. সালাতাবস্থায় কোমরে হাত রাখা মাকরূহ (অপছন্দনীয়)
৩১৭. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, কোমরে হাত রেখে সালাত আদায় করতে লোকদের নিষেধ করা হয়েছে।
সহীহুল বুখারী, পর্ব ২১; সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ, অধ্যায় ১৭, হাঃ ১২২০; মুসলিম, পর্ব ৫মাসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ১১, হাঃ ৫৪৫
كراهة الاختصار في الصلاة
حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ نُهِيَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا