নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
صلاة الجمعة জুমু’আহর ছলাত
كان رسول الله صلى الله عليه وسلم يقرأ - أحيانا - في الركعة الأولى بسورة الجمعة وفي الأخرى : إذا جاءك المنافقون، وتارة یقرا بدلها:هل اتاك خدیث الغاشیهٔ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো প্রথম রাকাআতে সূরা ‘জুমুআহ’ (৬২ : ১১) পড়তেন এবং পরের রাকাআতে ‘ইযা-জা-আকাল মুনাফিকুন’ (৬৩ : ১১) পড়তেন।[1] কখনো এর পরিবর্তে ‘হাল আতা-কা হাদীছুল গাশিয়াহ’ (৮৮ : ২৬) পড়তেন।[2] কখনো প্রথম রাকাআতে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা’ (৮৭ : ১৯) ও দ্বিতীয় রাকাআতে ‘হাল আতাকা’ পড়তেন।[3]
[1] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[2] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[3] মুসলিম ও আবু দাউদ।
[2] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[3] মুসলিম ও আবু দাউদ।