কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
صلاة الجمعة জুমু’আহর ছলাত
كان رسول الله صلى الله عليه وسلم يقرأ - أحيانا - في الركعة الأولى بسورة الجمعة وفي الأخرى : إذا جاءك المنافقون، وتارة یقرا بدلها:هل اتاك خدیث الغاشیهٔ
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কখনো প্রথম রাকাআতে সূরা ‘জুমুআহ’ (৬২ : ১১) পড়তেন এবং পরের রাকাআতে ‘ইযা-জা-আকাল মুনাফিকুন’ (৬৩ : ১১) পড়তেন।[1] কখনো এর পরিবর্তে ‘হাল আতা-কা হাদীছুল গাশিয়াহ’ (৮৮ : ২৬) পড়তেন।[2] কখনো প্রথম রাকাআতে ‘সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা’ (৮৭ : ১৯) ও দ্বিতীয় রাকাআতে ‘হাল আতাকা’ পড়তেন।[3]
[1] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[2] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[3] মুসলিম ও আবু দাউদ।
[2] মুসলিম ও আবু দাউদ, এটি “ইরওয়া” গ্রন্থে উদ্ধৃত হয়েছে।
[3] মুসলিম ও আবু দাউদ।