كَ ( পুং. এক বচন ) তোমার, তোমাকে ২:৪

كَذَلِك মূলত ছিল (كَذَا + لك) তোমার জন্যে এমনই, তোমার জন্যে ওটাই

كُمَا ( দ্বি. বচন ) তোমাদের, তোমাদেরকে ৭:২০

كُمْ ( পুং. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ২:১৪

كِ ( স্ত্রী. এক বচন ) তোমার, তোমাকে ১৯:১৯

كُنَّ ( স্ত্রী. বহু বচন ) তোমাদের, তোমাদেরকে ১২:২৮

كَأْسٌ جل كُئُوْسٌ <كأس পেয়ালা, পানপাত্র, গ্লাস, সুরাবাটি, মদিরাপাত্র ৭৬:৫

كَأَنَّ، كَأَنَّمَا কেমন যেন, যেন ২২:৩১

وَيْكَأَنَّ জেনে রেখ!, হায়!, হাঃ!, হায় আফসোস!, ধিক! ২৮:৮২

كَأَيٍّ، كَأَيِّنْ কত, কতিপয়, অনেক, বহু, অসংখ্য, প্রচুর, অগনিত ৩:১৪৬

كَبَّ [ن] <كبب মাথা নিচের দিকে করে ফেলা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৭:৯০

مُكِبٌّ অধোশির, অধোমুখী, নিম্নমুখী, নিপাতিত ৬৭:২২

كَبَتَ [ض] <كبت হেয় করা, অবজ্ঞা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, অপমান করা, লাঞ্ছিত করা, অবমাননা করা, অপদস্থ করা, নাজেহাল করা, অসম্মান করা, বেইজ্জত করা ৩:১২৭

كَبَدٌ جل أَكْبَادٌ، كُبُوْدٌ <كبد শ্রমসাধ্যতা, সহ্যক্ষমতা, সুঠামদেহ, কষ্ট, ক্লান্তি ৯০:৪

كَبِرَ [س] <كبر বড় হওয়া, বালেগ হওয়া, বয়স হওয়া ৪:৬

كَبُرَ [ك] বড় হওয়া, বড় হয়ে দাঁড়ানো, বড় আকার ধারণ করা, বাড়াবাড়ি হওয়া, অতিরঞ্জিত হওয়া, অসহনীয় হওয়া, উদ্বেগের বিষয় হওয়া, কঠিন হওয়া ৬:৩৫

أَكْبَرَ বড় করা, বড় করে দেখা, মহান মনে করা, বড় শ্রদ্ধা করা, মাসিক হওয়া, বড় হওয়া, বালেগ হওয়া ১২:৩১

كَبَّرَ، تَكْبِيرًا আল্লাহু আকবার বলা, বড়ত্ব বর্ণনা করা, শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, গুণগান করা, গুনকীর্তন ১৭:১১১

تَكَبَّرَ، اسْتَكْبَرَ، اسْتِكْبَارًا নিজেকে বড় মনে করা, বড়াই করা, গর্ব করা, অহংকার করা, স্পর্ধা করা, ধৃষ্টতা দেখানো ৭:১৩

مُتَكَبِّرٌ، مُسْتَكْبِرٌ অহংকারী, দাম্ভিক, বেয়াড়া, আমিত্বপূর্ণ, আত্মগর্বী, আত্মাভিমানী ৪০:২৭

كِبْرٌঅহংকার, বড়াই, দর্প, দম্ভ, অহমিকা, স্পর্ধা, বড় দায়িত্ব, বড় ভূমিকা ২৪:১১

كِبَرٌ বার্ধক্য, প্রবীণতা, বড়োবয়স, শেষ বয়স ৩:৪০

كَبِيرٌ ج كُبَرَاء বড়, মহা, শ্রেষ্ঠ, মহান, প্রধান, সর্দার, নেতা, দলপতি, গুরুজন, বড়জন ৩৩:৬৭

كَبِيرَةٌ ج كَبَائِرُ বড়, মহা, শ্রেষ্ঠ, ভীষণ, কাবিরা গুনাহ, মহাপাপ ৪:৩১

كُبَّارٌ অতিবড়, বিরাট, বিশাল, অনেক বড় ৭১:২২

أَكْبَرُ ج أَكَابِرُ مث كُبْرَى ج كُبَرٌ বৃহত্তম, সবচেয়ে বড়, শ্রেষ্ঠতম, কঠোরতম, কঠিনতম, ভীষণতম, বিভীষিকাপূর্ণ, বড় ৬:১২৩

الْكِبْرِيَاءُ مص শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, বড়াই, আমিত্ব ১০:৭৮

كَبْكَبَ <كبكب নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, মাথা নিচের দিকে করে পোতা, অধোমুখী করে ফেলা, নিম্নমুখী করে ফেলা, উল্টে ফেলা, উপুড় করে ফেলা, অধোশির পতন ২৬:৯৪

كَتَبَ [ن] <كتب লেখা, লিখে রাখা, লিপিবদ্ধ করা, লিখে দেওয়া, বিধান করা, নির্দেশ দেওয়া, ফরজ করা, অবধারিত করা, ভাগ্যে লিখে দেওয়া ৫:২১

اكْتَتَبَ লিখানো, লিখে নেওয়া, লিখিয়ে নেওয়া ২৫:৫

كَاتَبَ মুকাতাব বানানো, দাসের চুক্তিপত্রে মুক্তিপণের পরিমাণ লেখা ২৪:৩৩

كَاتِبٌ جل كُتَّابٌ কাতিব, লেখক, কেরানি ২১:৯৪

كِتَابٌ ج كُتُبٌ কিতাব, কুরআন, গ্রন্থ, বই, লিপি, চিঠি, লিখিত পুস্তক, আল্লাহর বাণী, ওহি, আমলনামা, আজ্ঞালিপি, ফরমান, সনদ ২:২

مَكْتُوبٌ লিখিত, লিপিবদ্ধ, হুকুমনামা, রচিত ৭:১৫৭

كَتَمَ [ن] <كتم গোপন করা, লুকানো, চেপে যাওয়া, ধামাচাপা দেওয়া, আড়াল করা ২:৪২

كَثِيبٌ جل كُثُبٌ، كُثْبَانٌ <كثب বালি, বালুকা, বালুকারাজি, বালুস্তুপ ৭৩:১৪

كَثُرَ [ك] <كثر বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া, অধিক হওয়া, বাড়া ৪:৭

كَثَّرَ، أَكْثَرَ বৃদ্ধি করা, বেশি করা, অধিক করা, বাড়ানো, জুড়ে দেওয়া, সংখ্যাধিক্য করা ৭:৮৬

اسْتَكْثَرَ বাড়াতে চাওয়া, অধিক অর্জন করা, ধনী হওয়া, অনেক সঞ্চয় করা, পুঞ্জিভুত করা ৭:১৮৮

كَثْرَةٌ বর্ধন, পরিবর্ধন, আধিক্য, সংখ্যাধিক্য, প্রাচুর্য, বহুলতা, বাহুল্য ৫:১০০

كَثِيرٌ مث كَثِيرَةٌ বেশি, বিস্তর, প্রভূত, বহুত, অনেক, বহু, প্রচুর, অধিক, অতিরিক্ত, যথেষ্ট, পর্যাপ্ত, অজস্র, অগণিত, অসংখ্য, অঢেল, অসীম ৪:১

أَكْثَرُ সবচেয়ে বেশি, অধিকতর, অনেক বেশি, অধিকাংশ, বেশির ভাগ, অধিক সংখ্যক, অনেকে, বহুলোক ৪:১২

تَكَاثُرٌ প্রাচুর্য, আধিক্য, সম্পদের মোহ, ধনসম্পদ, ধনবর্ধন ১০২:১

الْكَوْثَرُ কাউসার: জান্নাতের সুপেয় পানির হাউজ, হাউজে কাউসার ১০৮:১

كَدْحٌ <كدح আপ্রাণ চেষ্টা করা, ঘামঝরা মেহনত করা, রক্ত ঘামানো সাধনা করা ৮৪:৬

كَادِحٌ রক্ত ঘামানো মেহনতকারী, অধ্যবসায় পরিশ্রমী, পরিশ্রমপরায়ণ ৮৪:৬

انكَدَرَ <كدر প্রভাহীন হওয়া, নিষ্প্রভ হওয়া, মলিন হওয়া, বিক্ষিপ্ত হওয়া ৮১:২

أَكْدَى <كدي কৃপণতা করা, অল্প দেওয়া, দান না করা, অল্প খরচ করে বিরত থাকা, বিরত থাকা, পুরাপুরি দান না করা, দান করবে না বলে দেওয়া ৫৩:৩৪

كَذَبَ [ض] <كذب মিথ্যা বলা, অসত্য বলা, মিথ্যা মনে করা, মিথ্যা হওয়া, অসত্য হওয়া

كَذَّبَ، تَكْذِيبٌ، كِذَّابًا মিথ্যুক বলা, মিথ্যাবাদী বলা, মিথ্যাচার করা, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা অভিহিত করা, মিথ্যা প্রমাণ করা, অসত্য প্রমাণ করা, অবিশ্বাস করা, মিথ্যা সাব্যস্ত করা, ধাপ্পাবাজি করা, ৭৮:২৮

كَذِبٌ جل أَكَاذِيْبُ মিথ্যা, অসত্য, ভুয়া, অলীক, উড়োকথা, অবান্তর, মিথ্যাচার ৩:৭৫

كَاذِبٌ مث كَاذِبَةٌ মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যা, অসত্য, অবাস্তব, অবান্তর ৫৬:২

كَذَّابٌ মিথ্যাচারী, মিথ্যাপ্রিয়, চরম মিথ্যুক, অতিশয় মিথ্যুক, ধাপ্পাবাজ, ধড়িবাজ ৩৮:৪

مَكْذُوبٌ মিথ্যাপন্ন, মিথ্যাযোগ্য, মিথ্যা, মিথ্যে, অসত্য ১১:৬৫

غَير مَكْذُوبٍ মিথ্যা নয়, অসত্য নয়, পরম সত্য, বাস্তব, অমিথ্যা, অমিথ্যে ১১:৬৫

مُكَذِّبٌ মিথ্যাচারী, মিথ্যারোপকারী, মিথ্যা প্রতিপন্নকারী, ধাপ্পাবাজ, অবিশ্বাসী ৬:১১

كَرْبٌ جل كُرُوْبٌ <كرب বিপদ, বিভীষিকা, দুশ্চিন্তা, মনস্তাপ, দুঃখ, উৎকণ্ঠা, আশঙ্কা, অধীরতা ৬:৬৪

كَرَّةٌ جل كَرَّاتٌ <كرر একবার, আরেক বার, আবার, দ্বিতীয় বার, পুনরায়, নতুনভাবে, প্রত্যাবর্তন ৭৯:১২

كَرَّتَيْنِ দ্বিতীয় বার, পুনর্বার ৬৭:৪

كُرْسِيٌّ جل كَرَاسِيُّ <كرس কুরসী: আল্লাহর সিংহাসন, রাজাসন, চেয়ার ২:২৫৫

كَرَّمَ، أَكْرَمَ، الإِكْرَام <كرم সম্মান করা, তাজিম করা, ইজ্জত করা, সমীহ করা, মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া, সম্মানিত করা, শ্রেষ্ঠত্ব দেওয়া, অভিজাত বানানো ১২:২১

كَرِيمٌ ج كِرَامٌ সম্মানিত, মহৎ, অভিজাত, সম্ভ্রান্ত, কুলীন, সদয়, দানশীল, ভদ্র, শিষ্ট, গণ্যমান্য, বরেণ্য, শ্রদ্ধেয়, মর্যাদাশালী, খ্যাতনামা, সম্মানজনক, সম্মানের, অনিন্দ্য, গৌরবজনক, মর্যাদাপূর্ণ ৮০:১৬

الأَكْرَمُ সর্বাধিক সম্মানিত, জনপ্রিয়, প্রিয়জন, অধিক মর্যাদাশীল, মহামহিম ৬:৩

مُكَرَّمَةٌ، مُكْرَمٌ সম্মানিত, সম্মানার্হ, শ্রদ্ধেয়, অভিজাত, কুলীন ৮০:১৩

مُكْرِمٌ সম্মানদাতা, সমীহকারী, সমাদরকারী, মানসম্মান রক্ষাকারী, মানরক্ষক ২২:১৮

كَرِهَ [س] <كره অপছন্দ করা, ঘৃণা করা, খারাপ মনে করা, ভালো না লাগা, অমনঃপূত হওয়া, বেজার হওয়া, বিরক্ত হওয়া ৪:১৯

كَرَّهَ অপছন্দ বানানো, ঘৃণিত বানানো, অপ্রিয় করা, অপ্রিতিকর করা, স্বভাববিরুদ্ধ করা, ঘৃণার বস্তু বানানো, ঘৃণাকর বানানো ৪৯:৭

أَكْرَهَ، إِكْرَاهٌ বল প্রয়োগ করা, শক্তি খাটানো, বাধ্য করা ২০:৭৩

كَرْهٌ বলপূর্বক, বল প্রয়োগে, বাধ্য হয়ে, অনিচ্ছায়, গোমড়ামুখে, বেজারভাবে ৩:৮৩

كُرْهٌ অপ্রিয়, অপছন্দ, না পছন্দ, বাধ্য হয়ে, অতিকষ্ট, কষ্ট, ঘৃণার বিষয়, ঘৃণাভরে, সবলে ২:২১৬

كَارِهٌ অপছন্দকারী, অপ্রীত, ঘৃণাকারী, বিমুখ, বেজার, অখুশি, ক্ষুব্ধ ৮:৫

مَكْرُوهٌ মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, অপ্রিয়, অপ্রিতিকর, বিরক্তিকর ১৭:৩৮

كَسَبَ [ض]، اكْتَسَبَ <كسب অর্জন করা, উপার্জন করা, কামাই করা, হাসিল করা, কর্তব্যপালন করা, কর্ম করা ২৪:১১

كَسَادٌ <كسد দাম কমা, বাজার মন্দা হওয়া, লস হওয়া, লোকসান হওয়া, মূল্যহ্রাস, দাম পড়া ৯:২৪

كِسَفٌ، كِسْفٌ و كِسْفَةٌ <كسف টুকরা, অংশ, খণ্ড, ফালি ৫২:৪৪

كُسَالَى و كَسْلَانٌ <كسل অলস, আলসে, নিরুৎসাহ, অনাগ্রহী, আলস্যপরায়ণ ৯:৫৪

كَسَا [ن] <كسو পরিধান করানো, পরানো, কাপড় দেওয়া ২৩:১৪

كِسْوَةٌ جل كُسًى পোশাক, পরিচ্ছদ, পরিধেয়, জামাকাপড়, অঙ্গাবরণ, অঙ্গবাস ৫:৮৯

كَشَطَ [ض] <كشط গুটিয়ে ফেলা, অপসারণ করা, স্থানচ্যুত করে ভাঁজ করা, উন্মুক্ত করা, অনাবৃত করা ৮১:১১

كَشَفَ [ض]، كَشْفٌ <كشف খোলা, খুলে ফেলা, উন্মুক্ত করা, অনাবরণ করা, মোচন করা, মুক্ত করা, দূর করা, অপসারণ করা, বিদূরণ করা, প্রকাশ করা ১৭:৪৬

كَاشِفٌ مث كَاشِفَةٌ উন্মোচক, মোচক, নিবারক, উন্মুক্তকারী, অপসারক, প্রকাশক ৩৯:৩৮

كَاظِمٌ، كَظِيمٌ <كظم রাগ সংবরণকারী, সংযমী, সংযমপরায়ণ, সহনশীল, সহিষ্ণু, অব্যাকুল, আত্মনিয়ন্তা, বিমর্ষ, ম্রয়িমাণ, ব্যথিত, বিষাদগ্রস্ত, বিষণ্ন ১২:৮৪

مَكْظُومٌ সংযত, সুসংযত, ইচ্ছানিবৃত, আত্মনিয়ন্ত্রিত ৬৮:৪৮

الْكَعْبَيْنِ <كعب গোড়ালির উপরস্থ উঁচু হাড্ডি, পায়ের টাখনু, গিট, গুলি, ঘণফল ৫:৬

الْكَعْبَةُ কা‘বা: বাইতুল্লাহ যা পৃথিবীর প্রথম সমুন্নত গৃহ ৫:৯৫

كَوَاعِبُ و كَاعِبَةٌ উন্নতস্তন হুর, স্ফীতস্তন কোমলমতী কুমারী, অপ্সরা, হুর, হুরী ৭৮:৩৩

كُفُؤًا <كفأ সমকক্ষ, সমতুল্য, সম, সাদৃশ্যপূর্ণ, সদৃশ, মতো, অনুরুপ, প্রতিম ১১২:৪

كِفَاتٌ <كفت জীবিতমৃতের পর্যাপ্ত জায়গা, ধারণক্ষম, ধারক, সর্বসংকুল, সংকুলানপাত্র, অপরিমেয় স্থান, বিস্তৃত, প্রশস্ত ৭৭:২৫

كَفَرَ [ن]، كُفْرٌ، كُفْرَانٌ، كُفُوْرٌ <كفر কুফরি করা, ইমান না আনা, বেইমান হওয়া, কাফের হওয়া, অবিশ্বাস করা, অমান্য করা, গোপন করা, নিয়ামত গোপন করা, লুকানো, প্রকাশ না করা, অস্বীকার করা, স্বীকার না করা, অগ্রাহ্য করা, না শুকরি করা, কৃতজ্ঞতা না করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতঘœ হওয়া ৩:৫২

كَفَّرَ অপরাধ গোপন করা, গুনাহ লুকানো, গুনাহ মাফ করা, পাপ মোচন করা, দোষমুক্ত করা ২:২৭১

كَافِرٌ ج كَفَرَةٌ، كُفَّارٌ مث كَافِرَةٌ ج كَوَافِرُ কাফের, বেইমান, অমুসলিম, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারকারী, নিয়ামত গোপনকারী, না শুকর, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, বিধর্মী ৩:১৩ কৃষক, কিষাণ, বিজ মাটিতে গোপনকারী ৫৭:২০

كَفُورٌ، كَفَّارٌ বড় কাফের, অতিবেইমান, অতিকৃতঘœ, চরম না শুকর, অবিশ্বাসী, নিয়ামত গোপনকারী ১১:৯

كَفَّارَةٌ কাফফারা, পাপের আবরণী, আবরণী, পাপমোচক, পাপমোচনী, মার্জনী, খেসারত, জরিমানা ৫:৪৫

كَافُورٌ جل كَوَافِيْرُ কাফুর: জান্নাতের সুগন্ধি ঝরণা, কর্পুর, কর্পুরের ঝরণা ৭৬:৫

كَفَّ [ن] <كفف গুটিয়ে নেওয়া, টেনে নেওয়া, সংবরণ করা, জমিয়ে নেওয়া, বাধা দেওয়া, বিরত রাখা, নিবৃত্ত করা, অবদমিত করা ৪:৮৪

كَفٌّ جل أَكُفٌّ، كُفُوْفٌ হাত, হস্ত, হাতের তালু ১৩:১৪

كَافَّةٌ সম্পূর্ণ, সবাই, পুরাপুরি, সর্বতোভাবে, সামগ্রিকভাবে, একযোগে, দলে দলে ৯:৩৬

كَفَلَ [ن] <كفل দায়িত্ব নেওয়া, জিম্মাদার হওয়া, জামিন হওয়া, তত্ত্বাবধান করা, রক্ষণাবেক্ষণ করা, প্রতিপালনের জন্য নেওয়া ৩:৪৪

كَفَّلَ، أَكْفَلَ দায়িত্ব দেওয়া, অভিভাবক বানানো, তত্ত্বাবধায়ক বানানো, জামিন বানানো ৩:৩৭

كِفْلٌ جل أَكْفَالٌ সমপরিমাণ অংশ, মতো ৪:৮৫

كِفْلَيْنِ দ্বিগুন, দুই অংশ, ডবল, দুই ধরণের প্রতিদান ৫৭:২৮

ذَا الْكِفْلِ জুলকিফল আলাইহিস সালাম২১:৮৫

كَفِيلٌ جل كُفَلَاءُ কফিল, জামেন, প্রতিভূ, অবধায়ক, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল ১৬:৯১

كَفَى [ض] <كفي যথেষ্ট হওয়া, পর্যাপ্ত হওয়া, প্রচুর হওয়া, রক্ষা করা ৪:৬

كَافٍ যথেষ্ট, রক্ষণশীল, অনেক বেশি ৩৯:৩৬

كَلَأَ [ف] <كلأ তত্ত্বাবধান করা, দেখভাল করা, দেখাশোনা করা, হেফাজত করা, রক্ষা করা, নিরাপদ রাখা ২১:৪২

كَلْبٌ جل كِلَابٌ <كلب কুকুর, কুত্তা, সারমেয় ৭:১৭৬

مُكَلِّبٌ কুকুরের কর্মকারী, শিকারে নিয়োজিত পশুপাখি, হিংস্র প্রাণী ৫:৪

كَالِحٌ <كلح কুৎসিত, কদাকার, বিকৃতবদন, বিকৃতমুখ, বীভৎস, ফ্যাকাশে ২৩:১০৪

كَلَّفَ <كلف বিধান দেওয়া, বিধানারোপ করা, দায়িত্ব অর্পণ করা, দায়ী করা, চাপ দেওয়া, ভার অর্পণ করা, আদিষ্ট করা, বোঝা চাপানো, চাপিয়ে দেওয়া, কষ্ট দেওয়া ৬৫:৭

مُتَكَلِّفٌ ভানকারী, ভনিতাকারী, প্রবঞ্চক, মিথ্যাদাবিদার, ছলাকুশলী ৩৮:৮৬

كَلٌّ <كلل বোঝা, ভারি বোঝা, বড় সমস্যা, পরমুখাপেক্ষী ১৬:৭৬

كُلٌّ সমস্ত, সকল, যাবতীয়, সমুদয়, যতসব, সবকিছু, প্রতিটি বস্তু, প্রত্যেকে, সকলে, সবকটি, পুরো, পুরাপুরি, সব, সবাই ২:২০

كُلَّمَا যখনই, তখনই, যতবার, ততবার, প্রত্যেক বার, প্রতিবার, যাই ২:২০

كَلاَلَةٌ পিতামাতা ও সন্তানহীন, বেওয়ারিশ, স্বজনহীন ৪:১২

كَلَّا আদৌ তেমন নয়, কিছুতেই না, কখনও না, হতেই পারে না, মোটেই না, এরূপ নয় ১৯:৭৫

كَلَّمَ، تَكْلِيمًا، تَكَلَّمَ <كلم বলা, কথা বলা, আলাপ করা, আলোচনা করা, কথোপকথন করা ৪:১৬৪

كَلِمَةُ ج كَلِمَات، كَلِمٌ؛ كَلَامٌ اج কথা, বাণী, বাক্য, উক্তি, আলাপ, আলোচনা, কথাবার্তা, প্রতিশ্রুতি, নেয়ামত, ওহি, কুরআন, নেয়ামত ৯:৬

كِلاَ، كِلْتَا উভয়, দুই, -দ্বয় ১৭:২৩

كَمْ কত, কতটি, কয়টি, কতিপয়, বহু, অনেক ৪৪:২৬

أَكْمَلَ <كمل পূর্ণ করে দেওয়া, পূর্ণাঙ্গ করা, পূর্ণ করা, পরিপূর্ণ করা ৫:৩

كَامِلٌ مث كَامِلَةٌ পরিপূরক, পরিপূর্ণ, সম্পূর্ণ, পূর্ণাঙ্গ ২:১৯৬

أَكْمَامٌ و كِمٌّ <كمم খোসা, ঝিল্লিকোষ, আবরণ ৫৫:১১

الأَكْمَهُ جل كُمْهٌ <كمه অন্ধ, জন্মান্ধ, পূর্ণ অন্ধ ৩:৪৯

كَنُودٌ <كند অত্যন্ত অকৃতজ্ঞ, অতিকৃতঘœ, নাশোকর, অবিশ্বাসী, বিদ্রোহী, অস্বীকারকারী ১০০:৬

كَنَزَ [ض] <كنز পুঞ্জীভূত করা, জমিয়ে রাখা, গুদামজাত করা, সঞ্চয় করা, রাশীকৃত করা, স্তুপিকৃত করা, বাক্সবন্দি করা ৯:৩৫

كَنْزٌ ج كُنُوزٌ পুঞ্জীভূত সম্পদ, ভাণ্ডার, স্তুপ, খাজানা, হামার, সঞ্চিতধন ২৬:৫৮

كُنَّسٌ و كَانِسٌ <كنس তারকা, লুকায়িত তারকা, অস্তমিত নক্ষত্র, চলন্ত জ্যোতিষ্ক, ধূমকেতু, ঝাঁটাতারা, গতিশীল তারকাপুঞ্জ ৮১:১৬

أَكَنَّ <كنن গোপন করা, লুকিয়ে রাখা, হৃদয়ে পোষা, ঢেলে রাখা, পর্দা ফেলা, আবরিত করা, ঢাকনা দেওয়া ২:২৩৫

أَكِنَّةٌ، أَكْنَانٌ و كِنٌّ পর্দা, গেলাফ, আবরণ, ঢাকনা, গোপনাশ্রয় ১৬:৮১

مَكْنُونٌ গুপ্ত, পর্দাবৃত, আবরিত, আবরণে ঢাকা, প্যাকেটজাত, সুরক্ষিত ৩৭:৪৯

أَكْوَابٌ و كُوْبٌ <كوب গ্লাস, পানপাত্র, মগ, পেয়ালা ৪৩:৭১

كَادَ [س، ض] <كود উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি পৌঁছা, ইচ্ছা করা, সক্ষম হওয়া, পারা ২:৭১

كَوَّرَ <كور পেচানো, জড়িয়ে নেওয়া, আলোক গুটিয়ে নেওয়া, আলোকহীন করা ৮১:১

كَوْكَبٌ ج كَوَاكِبُ <كوكب নক্ষত্র, তারা, জ্যোতিষ্ক, জ্যোতির্মণ্ডল, সিতারা, নক্ষত্রমালা, তারকামালা, তারাজগৎ ৩৭:৬

كَانَ [ن] <كون হওয়া, থাকা, ছিল, আছে ২:১০

اسْتَكَانَ বিনত হওয়া, নত হওয়া, অক্ষম হওয়া, দুর্বল হওয়া, দমিত হওয়া ৩:১৪৬

مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা, বাসস্থান, স্বস্থান, আলয়, গৃহ ৬:১৩৫

كَوَى [ض]، تُكْوَى <كوي সেক দেওয়া, সেকা, দাগ দেওয়া, দগ্ধ করা, ইস্ত্রি করা, ইস্তিরি করা, আইরন করা ৯:৩৪

كَهْفٌ جل كُهُوْفٌ <كهف পাহাড়ের প্রশস্ত গুহা, গিরিগহ্বর, গিরিগুহা, শৈলগহ্বর ১৮:১১

كَهْلٌ جل كُهُوْلٌ <كهل ত্রিশোর্ধ, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ, বার্ধক্যে ৩:৪৬

كَاهِنٌ جل كَهَنَةٌ <كهن গণক, ভবিষ্যদ্বক্তা, গণৎকার, পুরোহিত, পাদ্রী ৫২:২৯

كَيْ، لِكَي যেন, যাতে, যার ফলে, ফলশ্রুতিতে ২০:৩৩

كَيْلَا، لِكَيْلاَ যেন না, যাতে না, যেন না হয়, যাতে না হয় ২২:৫

كَادَ [ض]، كَيْدًا <كيد ষড়যন্ত্র করা, দুর্ভিসন্ধি করা, ফন্দি আটা, কৌশল করা, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, ধোঁকাবাজি করা, চক্রান্ত, চালাকি, ধূর্ততা, শঠতা ৮৬:১৫

الْمَكِيدُ চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতারণার শিকার, ফাঁদে পড়া, ফাঁদে বিদ্ধ, প্রতারিত, ৫২:৪২

كَيْفَ <كيف কেমন, কিরূপ, কী ধরণের, কিভাবে, কেমন করে, যেরূপ ২:২৮

كَالَ [ض]، كَيْلٌ، اكْتَالَ <كيل মাপা, ওজন করা, পরিমাপ করা ৮৩:৩

كَيْلٌ جل أَكْيَالٌ ওজন, পরিমাণ, মাপ, সের-কাঠার পরিমাপ, বরাদ্ধ ৭:৮৫

مِكْيَالٌ جل مَكَايِيْلُ সের, কাঠা, ওজন পাল্লা, পরিমাপক, ওজনের একক ১১:৮৪

দেখানো হচ্ছেঃ থেকে ৪ পর্যন্ত, সর্বমোট ৪ টি রেকর্ডের মধ্য থেকে