লগইন করুন
كُنَّسٌ و كَانِسٌ <كنس তারকা, লুকায়িত তারকা, অস্তমিত নক্ষত্র, চলন্ত জ্যোতিষ্ক, ধূমকেতু, ঝাঁটাতারা, গতিশীল তারকাপুঞ্জ ৮১:১৬
أَكَنَّ <كنن গোপন করা, লুকিয়ে রাখা, হৃদয়ে পোষা, ঢেলে রাখা, পর্দা ফেলা, আবরিত করা, ঢাকনা দেওয়া ২:২৩৫
أَكِنَّةٌ، أَكْنَانٌ و كِنٌّ পর্দা, গেলাফ, আবরণ, ঢাকনা, গোপনাশ্রয় ১৬:৮১
مَكْنُونٌ গুপ্ত, পর্দাবৃত, আবরিত, আবরণে ঢাকা, প্যাকেটজাত, সুরক্ষিত ৩৭:৪৯
أَكْوَابٌ و كُوْبٌ <كوب গ্লাস, পানপাত্র, মগ, পেয়ালা ৪৩:৭১
كَادَ [س، ض] <كود উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া, কাছাকাছি পৌঁছা, ইচ্ছা করা, সক্ষম হওয়া, পারা ২:৭১
كَوَّرَ <كور পেচানো, জড়িয়ে নেওয়া, আলোক গুটিয়ে নেওয়া, আলোকহীন করা ৮১:১
كَوْكَبٌ ج كَوَاكِبُ <كوكب নক্ষত্র, তারা, জ্যোতিষ্ক, জ্যোতির্মণ্ডল, সিতারা, নক্ষত্রমালা, তারকামালা, তারাজগৎ ৩৭:৬
كَانَ [ن] <كون হওয়া, থাকা, ছিল, আছে ২:১০
اسْتَكَانَ বিনত হওয়া, নত হওয়া, অক্ষম হওয়া, দুর্বল হওয়া, দমিত হওয়া ৩:১৪৬
مَكَانٌ جل أَمْكِنَةٌ مث مَكَانَةٌ স্থান, জায়গা, বাসস্থান, স্বস্থান, আলয়, গৃহ ৬:১৩৫
كَوَى [ض]، تُكْوَى <كوي সেক দেওয়া, সেকা, দাগ দেওয়া, দগ্ধ করা, ইস্ত্রি করা, ইস্তিরি করা, আইরন করা ৯:৩৪
كَهْفٌ جل كُهُوْفٌ <كهف পাহাড়ের প্রশস্ত গুহা, গিরিগহ্বর, গিরিগুহা, শৈলগহ্বর ১৮:১১
كَهْلٌ جل كُهُوْلٌ <كهل ত্রিশোর্ধ, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ়, প্রবীণ, বার্ধক্যে ৩:৪৬
كَاهِنٌ جل كَهَنَةٌ <كهن গণক, ভবিষ্যদ্বক্তা, গণৎকার, পুরোহিত, পাদ্রী ৫২:২৯
كَيْ، لِكَي যেন, যাতে, যার ফলে, ফলশ্রুতিতে ২০:৩৩
كَيْلَا، لِكَيْلاَ যেন না, যাতে না, যেন না হয়, যাতে না হয় ২২:৫
كَادَ [ض]، كَيْدًا <كيد ষড়যন্ত্র করা, দুর্ভিসন্ধি করা, ফন্দি আটা, কৌশল করা, প্রতারণা করা, প্রবঞ্চনা করা, ধোঁকাবাজি করা, চক্রান্ত, চালাকি, ধূর্ততা, শঠতা ৮৬:১৫
الْمَكِيدُ চক্রান্তের শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতারণার শিকার, ফাঁদে পড়া, ফাঁদে বিদ্ধ, প্রতারিত, ৫২:৪২
كَيْفَ <كيف কেমন, কিরূপ, কী ধরণের, কিভাবে, কেমন করে, যেরূপ ২:২৮
كَالَ [ض]، كَيْلٌ، اكْتَالَ <كيل মাপা, ওজন করা, পরিমাপ করা ৮৩:৩
كَيْلٌ جل أَكْيَالٌ ওজন, পরিমাণ, মাপ, সের-কাঠার পরিমাপ, বরাদ্ধ ৭:৮৫
مِكْيَالٌ جل مَكَايِيْلُ সের, কাঠা, ওজন পাল্লা, পরিমাপক, ওজনের একক ১১:৮৪