ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান كاف (কাফ) [৫৯] ইসলামহাউজ.কম
كاف (কাফ) - ৩

كُفُؤًا <كفأ সমকক্ষ, সমতুল্য, সম, সাদৃশ্যপূর্ণ, সদৃশ, মতো, অনুরুপ, প্রতিম ১১২:৪

كِفَاتٌ <كفت জীবিতমৃতের পর্যাপ্ত জায়গা, ধারণক্ষম, ধারক, সর্বসংকুল, সংকুলানপাত্র, অপরিমেয় স্থান, বিস্তৃত, প্রশস্ত ৭৭:২৫

كَفَرَ [ن]، كُفْرٌ، كُفْرَانٌ، كُفُوْرٌ <كفر কুফরি করা, ইমান না আনা, বেইমান হওয়া, কাফের হওয়া, অবিশ্বাস করা, অমান্য করা, গোপন করা, নিয়ামত গোপন করা, লুকানো, প্রকাশ না করা, অস্বীকার করা, স্বীকার না করা, অগ্রাহ্য করা, না শুকরি করা, কৃতজ্ঞতা না করা, অকৃতজ্ঞ হওয়া, কৃতঘœ হওয়া ৩:৫২

كَفَّرَ অপরাধ গোপন করা, গুনাহ লুকানো, গুনাহ মাফ করা, পাপ মোচন করা, দোষমুক্ত করা ২:২৭১

كَافِرٌ ج كَفَرَةٌ، كُفَّارٌ مث كَافِرَةٌ ج كَوَافِرُ কাফের, বেইমান, অমুসলিম, অবিশ্বাসী, অমান্যকারী, অস্বীকারকারী, নিয়ামত গোপনকারী, না শুকর, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, বিধর্মী ৩:১৩ কৃষক, কিষাণ, বিজ মাটিতে গোপনকারী ৫৭:২০

كَفُورٌ، كَفَّارٌ বড় কাফের, অতিবেইমান, অতিকৃতঘœ, চরম না শুকর, অবিশ্বাসী, নিয়ামত গোপনকারী ১১:৯

كَفَّارَةٌ কাফফারা, পাপের আবরণী, আবরণী, পাপমোচক, পাপমোচনী, মার্জনী, খেসারত, জরিমানা ৫:৪৫

كَافُورٌ جل كَوَافِيْرُ কাফুর: জান্নাতের সুগন্ধি ঝরণা, কর্পুর, কর্পুরের ঝরণা ৭৬:৫

كَفَّ [ن] <كفف গুটিয়ে নেওয়া, টেনে নেওয়া, সংবরণ করা, জমিয়ে নেওয়া, বাধা দেওয়া, বিরত রাখা, নিবৃত্ত করা, অবদমিত করা ৪:৮৪

كَفٌّ جل أَكُفٌّ، كُفُوْفٌ হাত, হস্ত, হাতের তালু ১৩:১৪

كَافَّةٌ সম্পূর্ণ, সবাই, পুরাপুরি, সর্বতোভাবে, সামগ্রিকভাবে, একযোগে, দলে দলে ৯:৩৬

كَفَلَ [ن] <كفل দায়িত্ব নেওয়া, জিম্মাদার হওয়া, জামিন হওয়া, তত্ত্বাবধান করা, রক্ষণাবেক্ষণ করা, প্রতিপালনের জন্য নেওয়া ৩:৪৪

كَفَّلَ، أَكْفَلَ দায়িত্ব দেওয়া, অভিভাবক বানানো, তত্ত্বাবধায়ক বানানো, জামিন বানানো ৩:৩৭

كِفْلٌ جل أَكْفَالٌ সমপরিমাণ অংশ, মতো ৪:৮৫

كِفْلَيْنِ দ্বিগুন, দুই অংশ, ডবল, দুই ধরণের প্রতিদান ৫৭:২৮

ذَا الْكِفْلِ জুলকিফল আলাইহিস সালাম২১:৮৫

كَفِيلٌ جل كُفَلَاءُ কফিল, জামেন, প্রতিভূ, অবধায়ক, তত্ত্বাবধায়ক, দায়িত্বশীল ১৬:৯১

كَفَى [ض] <كفي যথেষ্ট হওয়া, পর্যাপ্ত হওয়া, প্রচুর হওয়া, রক্ষা করা ৪:৬

كَافٍ যথেষ্ট, রক্ষণশীল, অনেক বেশি ৩৯:৩৬

كَلَأَ [ف] <كلأ তত্ত্বাবধান করা, দেখভাল করা, দেখাশোনা করা, হেফাজত করা, রক্ষা করা, নিরাপদ রাখা ২১:৪২

كَلْبٌ جل كِلَابٌ <كلب কুকুর, কুত্তা, সারমেয় ৭:১৭৬

مُكَلِّبٌ কুকুরের কর্মকারী, শিকারে নিয়োজিত পশুপাখি, হিংস্র প্রাণী ৫:৪

كَالِحٌ <كلح কুৎসিত, কদাকার, বিকৃতবদন, বিকৃতমুখ, বীভৎস, ফ্যাকাশে ২৩:১০৪

كَلَّفَ <كلف বিধান দেওয়া, বিধানারোপ করা, দায়িত্ব অর্পণ করা, দায়ী করা, চাপ দেওয়া, ভার অর্পণ করা, আদিষ্ট করা, বোঝা চাপানো, চাপিয়ে দেওয়া, কষ্ট দেওয়া ৬৫:৭

مُتَكَلِّفٌ ভানকারী, ভনিতাকারী, প্রবঞ্চক, মিথ্যাদাবিদার, ছলাকুশলী ৩৮:৮৬

كَلٌّ <كلل বোঝা, ভারি বোঝা, বড় সমস্যা, পরমুখাপেক্ষী ১৬:৭৬

كُلٌّ সমস্ত, সকল, যাবতীয়, সমুদয়, যতসব, সবকিছু, প্রতিটি বস্তু, প্রত্যেকে, সকলে, সবকটি, পুরো, পুরাপুরি, সব, সবাই ২:২০

كُلَّمَا যখনই, তখনই, যতবার, ততবার, প্রত্যেক বার, প্রতিবার, যাই ২:২০

كَلاَلَةٌ পিতামাতা ও সন্তানহীন, বেওয়ারিশ, স্বজনহীন ৪:১২

كَلَّا আদৌ তেমন নয়, কিছুতেই না, কখনও না, হতেই পারে না, মোটেই না, এরূপ নয় ১৯:৭৫

كَلَّمَ، تَكْلِيمًا، تَكَلَّمَ <كلم বলা, কথা বলা, আলাপ করা, আলোচনা করা, কথোপকথন করা ৪:১৬৪

كَلِمَةُ ج كَلِمَات، كَلِمٌ؛ كَلَامٌ اج কথা, বাণী, বাক্য, উক্তি, আলাপ, আলোচনা, কথাবার্তা, প্রতিশ্রুতি, নেয়ামত, ওহি, কুরআন, নেয়ামত ৯:৬

كِلاَ، كِلْتَا উভয়, দুই, -দ্বয় ১৭:২৩

كَمْ কত, কতটি, কয়টি, কতিপয়, বহু, অনেক ৪৪:২৬

أَكْمَلَ <كمل পূর্ণ করে দেওয়া, পূর্ণাঙ্গ করা, পূর্ণ করা, পরিপূর্ণ করা ৫:৩

كَامِلٌ مث كَامِلَةٌ পরিপূরক, পরিপূর্ণ, সম্পূর্ণ, পূর্ণাঙ্গ ২:১৯৬

أَكْمَامٌ و كِمٌّ <كمم খোসা, ঝিল্লিকোষ, আবরণ ৫৫:১১

الأَكْمَهُ جل كُمْهٌ <كمه অন্ধ, জন্মান্ধ, পূর্ণ অন্ধ ৩:৪৯

كَنُودٌ <كند অত্যন্ত অকৃতজ্ঞ, অতিকৃতঘœ, নাশোকর, অবিশ্বাসী, বিদ্রোহী, অস্বীকারকারী ১০০:৬

كَنَزَ [ض] <كنز পুঞ্জীভূত করা, জমিয়ে রাখা, গুদামজাত করা, সঞ্চয় করা, রাশীকৃত করা, স্তুপিকৃত করা, বাক্সবন্দি করা ৯:৩৫

كَنْزٌ ج كُنُوزٌ পুঞ্জীভূত সম্পদ, ভাণ্ডার, স্তুপ, খাজানা, হামার, সঞ্চিতধন ২৬:৫৮